• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯
দুর্বৃত্তের আগুনে পুড়ল সাত পানচাষির স্বপ্ন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

দুর্বৃত্তের আগুনে পুড়ল সাত পানচাষির স্বপ্ন

  • দেলোয়ার কবীর, ঝিনাইদহ
  • প্রকাশিত ৩১ জানুয়ারি ২০২২

গতকাল রোববার সন্ধ্যার আগে পানচাষিরা ব্যস্ত সাংসারিক কাজে। ঠিক তখনই সাতজন চাষির ১শ ৪২ শতক জমির পানবরজ পুড়ে ছাই হয়ে গেল অজানা দুর্বৃত্তের দেওয়া আগুনে। প্রায় ১০ লাখ টকার ক্ষতি হওয়ায় তাদের স্বপ্ন-সাধ মাটিতে মিশে গেল নিমেষেই, পথে বসলেন তারা। ক্ষতিগ্রস্ত পানবরজ থেকে এখনো বেরুচ্ছে পোড়ার গন্ধ, ভারী হয়ে আছে মাটি। ক্ষতিগ্রস্ত পানচাষিরা হলেন—জেলা হরিণাকুন্ডু উপজেলার মকিমপুরের আবুজার লস্কর, সালাম লস্কর, তার ভাই খালেক লস্কর, পারভেজ হোসেন, মশিয়ার রহমান, মনিরুজ্জামান ও জুলফিকার।

আগুন দেয়া দুর্বৃত্তদের শনাক্ত করতে না পারলেও ক্ষতিগ্রস্ত পানচাষিদের অভিযোগ, পার্শবর্তী ঝিনুক আবাসন প্রকল্পের কিছু গাঁজাখোরের গাঁজা সেবনের সময়ই তাদের বরজ পুড়ে ছাই হয়েছে, ঘটেছে সর্বনাশ। অগ্নিকাণ্ডের পর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঝিনাইদহ খামারবাড়ির উপ-পরিচালক আসগর আলি এবং চাঁদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন ক্ষতিগ্রস্ত পানবরজগুলো পরিদর্শন করে দোষিদের শাস্তির ব্যবস্থা করা হবে বলে চাষিদের আশ্বস্ত করেছেন

ক্ষতিগ্রস্ত পানচাষিরা জানান, বাড়ির নিকটবর্তী ঝিনাইদহ পৌর এলাকার চরখাজুরা গ্রামে তাদের পানচাষ দীর্ঘদিন ধরে। গতকাল রোববার সন্ধায় লোকমুখে খবর পেয়ে তারা ছুটে আসেন, দেখেন তাদের স্বপ্ন-সাধ অঙ্গার হয়ে গেছে দুর্বৃত্তের দেওয়া আগুনে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভানোর ফলে বেশ কয়েকটি বরজ ক্ষতির হাত থেকে রক্ষা পায়। তারা জানান, তাদের কেউ কেউ ব্যাংক এবং বিভিন্ন অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে পানচাষ করেন, বছর শেষে ঋণের অর্থ ফেরত দেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঝিনাইদহ খামারবাড়ির উপ-পরিচালক আসগর আলি জানান, ১শ ৪২ শতক জমির পানবরজ পুড়ে ছাই হয়ে যাওয়া দুঃখজনক। তিনি চাষিদের আইনের আশ্রয় নিতে পরামর্শ দিয়েছেন বলে জানালেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads