• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

অবৈধ কারেন্ট জাল উদ্ধারে গিয়ে জেলেদের হামলায় দুই নৌপুলিশ আহত

  • সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশিত ০১ ফেব্রুয়ারি ২০২২

চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগরে অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযানে পরিচালনা করার সময় জেলেদের হামলায় দুই নৌপুলিশ আহত হয়েছেন।

গতকাল সোমবার (৩১ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে সাগর উপকূলে নিষিদ্ধ বিভিন্ন জাল বসিয়ে মাছ ধরচ্ছিলো জেলেরা। এমন গোপন সংবাদ ভিত্তিতে প্রায় ১৫ কিলোমিটার এলাকায় জুড়ে অভিযান চালিয়ে বেশকিছু জাল জব্দ করে নৌ পুলিশ। এসময় কয়েকজন জেলে পুলিশের উপর হামলা করে। এতে আহত হয় নৌ পুলিশের কনস্টেবল অনিক বড়ুয়া ও তিলক পাল। অভিযান শেষে জাল গুলো উদ্ধার করে উপজেলা মৎস্য কর্মকর্তাদের উপস্থিতে আগুনে পুড়ে ধ্বংস করা হয়।

এই বিষয়ে নৌ পুলিশের ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, অবৈধ জাল যা সরকারিভাবে নিষিদ্ধ। এসব জাল দিয়ে মাছ ধরতে গিয়ে রেনু ও পোনা মারা যায়। তাই এসব জাল উদ্ধার করে আগুনে পুড়ে ধ্বংস করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads