• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

ঝালকাঠিতে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা

  • ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশিত ০১ ফেব্রুয়ারি ২০২২

সরকারি সেবা তৃণমূলে পৌঁছে দেয়ার লক্ষে ঝালকাঠি জেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনের সাথে মতবিনিময় সভা করেছেন বরিশাল বিভাগের নবাগত বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান।

আজ মঙ্গলবার বেলা ১১টায় ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সভা এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলার সকল উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও নির্বাহী অফিসারগণ ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহআলম, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার ও প্রেসক্লাব সভাপতি চিত্ত রঞ্জন দত্ত প্রমূখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা জনগণের সেবক। তাই তৃণমূলে জনগণকে সকল সেবা পৌঁছে দেয়া তাদের দ্বায়িত্ব।

এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের ছাদ বাগানের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads