• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
গ্রামীণ কাঁচা সড়ক সংস্কার 

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

গ্রামীণ কাঁচা সড়ক সংস্কার 

  • মোঃ রফিকুল্লাহ চৌধুরী মানিক, হালুয়াঘাট প্রতিনিধি
  • প্রকাশিত ০২ ফেব্রুয়ারি ২০২২

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিলডোরা ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডে গ্রামীণ কাঁচা সড়ক সংস্কার এর কাজ শুরু হয়েছে। অতি-দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী আওতায় এ সংস্কার কাজ করা হচ্ছে। 

বুধবার সকাল ১১টার দিকে বিলডোরা ইউনিয়নের চেয়ারম্যান সাবজাল হোসেন খান কর্মসূচীর উদ্বোধন করেন। এসময় ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্রকল্প কমিটির সভাপতি হাবিল উদ্দিন আহমেদ, ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য সারাজুল ইসলাম  ,৪,৫,ও ৬ নং ওয়ার্ডের ইউপি মহিলা সদস্য আমির জান  সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

ইউপি পরিষদ সূত্রে জানা গেছে, ইউনিয়নের ৫ নং ও ৬ নং ওয়ার্ডের কিছু অংশ বিলডোরা বাজার থেকে চৌধুরী বাড়ি পর্যন্ত সড়কে অতি-দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী আওতায় গ্রামীণ কাঁচা সড়ক সংস্কার  প্রকল্পে ২৮ জন শ্রমিক ৪ শত টাকায় ৪০ দিন কাজ করবে ।

জানতে চাইলে প্রকল্প কমিটির  সভাপতি  হাবিল উদ্দিন আহমেদ  বলেন, আমরা নতুন পরিষদে আসার পর আমার ওয়ার্ডে এই প্রকল্প প্রথম। বিলডোরা  বাজার থেকে চৌধুরী বাড়ী পর্যন্ত এই সড়ক সংস্কার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে এলাকার মানুষের অনেক উপকার হবে। 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads