• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯

সারা দেশ

৫ লাখ টাকায় জিতিয়ে দেয়ার আশ্বাস, প্রার্থী ও নির্বাচন কর্মকর্তার অডিও ভাইরাল

  • মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ০৩ ফেব্রুয়ারি ২০২২

রংপুরের মিঠাপুকুর উপজেলার ১৭টি ইউনিয়নে আগামী ৭ ফেব্রুয়ারী ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে উপজেলার বালারহাট ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী রফিকুল ইসলামকে জিতিয়ে দেওয়ার জন্য আশ্বাস দেন মিঠাপুকুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল হান্নান। সেই অডিও এরই মধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

অডিওতে শোনা যায়, আব্দুল হান্নান ইউপি মেম্বার প্রার্থীকে বোঝাচ্ছেন- নির্বাচন করতে গেলে প্রতিদিনই ১০ হাজার করে টাকা ব্যয় হয় ও এতে ৫ থেকে ১০ লাখ টাকা খরচ হবে। এই ব্যয়েও নির্বাচিত হওয়ার কোনো গ্যারান্টি নেই। বরং তার সাথে পাঁচ লাখ টাকার চুক্তি করলে তিনি যেভাবেই হোক তাকে জিতিয়ে দিবেন। প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও প্রশাসনের সহযোগিতায় তিনি রফিকুলকে জিতিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেন এ সময়।

এ ব্যাপারে বালারহাট ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ফুটবল মার্কার মেম্বার পদপ্রার্থী রফিকুল ইসলাম জানান- জেতার জন্য দুই দফায় ওই নির্বাচন কর্মকর্তাকে তিনি চুক্তি অনুযায়ী সাড়ে চার লাখ টাকা দিয়েছেন।

পুরো অডিও ফাঁস হওয়ার বিষয়টি অস্বীকার করে নির্বাচন কর্মকর্তা আব্দুল হান্নান জানায়, একটি পক্ষ মিথ্যা ও ভিত্তিহীনভাবে তার বিরুদ্ধে এসব অডিও তৈরি করে ছড়িয়ে দিয়েছে। তিনি ওই রফিকুল ইসলামের কাছ থেকে কোনো টাকা গ্রহণ করেননি। রফিকুলকে প্রধান আসামি করে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অডিও ফাঁস হওয়ার পর জেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল হান্নানকে প্রত্যাহার করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads