• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
জৈন্তাপুরে উদযাপিত হল আরডিআরএস-বাংলাদেশ’র ৫০তম বর্ষপর্তি

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

জৈন্তাপুরে উদযাপিত হল আরডিআরএস-বাংলাদেশ’র ৫০তম বর্ষপর্তি

  • জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
  • প্রকাশিত ০৯ ফেব্রুয়ারি ২০২২

উদ্ভাবনে, অংশীদারিত্বে, অভিযোজনে- উন্নয়নের পথে একসাথে এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভার শুভ সূচনা, বর্ণাঢ্য আয়োজন ও বর্ণিল অনুষ্ঠান মালার মধ্যদিয়ে সিলেটের জৈন্তাপুরে পালিত হয়েছে আরডিআরএস বাংলাদেশে’র ৫০তম বর্ষপর্তি অনুষ্ঠান। মঙ্গলবার সন্ধ্যায় জৈন্তাপুর ওএসসি উপজেলা অফিস হলরুমে,উপজেলা প্রোগ্রাম ম্যানেজার মো.সফিউল আলম’র সভাপতিত্বে ও প্রোগ্রাম সুপারভাইজার মাসুদ আহমদ’র সঞ্চালনায় ৫০ তম বর্ষপুর্তিতে স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রোগ্রাম সুপারভাইজার মো.আলাল উদ্দিন আলাল,সুমন আল মামুন, মো.দুলাল হোসেন রাজু,লক্ষী প্রসাদ উপানুষ্ঠানি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা, রিমা আক্তার, শিক্ষিকা সাবানা আক্তার, শিক্ষিকা শ্যামলি রাণী দাস, শিক্ষিকা,সালমা আক্তার,স্বপ্নাসহ আরো অনেকেই। আরডিআরএস বাংলাদেশ’র ৫০তম বর্ষপুর্তির আয়োজনে চিত্রাংকন প্রতিযোগীতা শেষে সন্ধ্যায় শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

উল্লেখ্য, ১৯৭২ সাল থেকে অসহায়-দুরস্থ ও সুবিধা বঞ্চিতদের উন্নয়নে কাজ করছে আরডিআরএস বাংলাদেশ নামক সংস্থা।বর্তমানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের অধীনে আউট অব স্কুলচিলড্রেন এডুকেশন প্রোগ্রাম’র আওতায়,সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে ঝড়ে পড়া শিশুদের পাশে ছায়া হয়ে কাজ করছে। সম্প্রতি সময়ে ঝড়ে পড়া শিশুদের স্কুলমূখী করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে আরডিআরএস বাংলাদেশ’র,মাঠকর্মীরা। শিক্ষার উপর কাজ করে সর্বত্রই প্রশংসিত সংস্থাটি।তাই বিভিন্ন উন্নয়ন ও শিক্ষামূলক কর্মকান্ডের চিত্র দেখে প্রশংসা করেন জৈন্তাপুর এলাকার মানুষ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads