• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯
টিকা দিতে ব্যতিক্রমী উদ্যোগ ৫০ নম্বর ওয়ার্ডে

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

টিকা দিতে ব্যতিক্রমী উদ্যোগ ৫০ নম্বর ওয়ার্ডে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৯ ফেব্রুয়ারি ২০২২

টিকা দিতে ব্যতিক্রমী উদ্দ্যোগ ৫০ নম্বর ওয়ার্ডে নিজস্ব প্রতিবেদক ওয়ার্ডব্যাপী ঘুরে ভাসমান ও ছিন্নমূল মানুষের করোনা টিকা কার্যক্রমে সাড়া পড়েছে । রাজধানীর ৫০ নম্বর ওয়ার্ডে এ সকল মানুষদের টিকা দেয়ার ক্ষেত্রে ব্যতিক্রমী এ উদ্যোগ কাউন্সিলর ডিএম শামিম। গতকাল বুধবার ও মঙ্গলবার টিকা দেয়ার এ কর্মসূচি চলে। স্থানীয় লোকজন বলছেন, ছিন্নমূল ও ভাসমান মানুষরা কোথায় কিভাবে টিকা দিতে হয় তা জানেনা। তারা টিকার আওতার বাইরে থেকে যাচ্ছে।

ভ্রাম্যমানভাবে ট্রাকে ঘুরে এ সকল লোকদের টিকা দেয়াতে তাদেরও উপকার হচ্ছে পাশাপাশি টিকারও আওতায়ও আসছে। এটি খুবই প্রশংসনীয় উদ্যোগ বলেও তারা অভিহিত করেন।

এ প্রসঙ্গে কাউন্সিলর ডিএম শামিম বলেন, যেহেতু সবাইকেই টিকা দেয়া হবে সুতরাং এ সকল লোকগুলো এর বাইরেই থেকে যাচ্ছে। এ চিন্তা করে আমরা এ ব্যবস্থা করেছি। এতে করে সাধারণ লোকের পাশাপাশি যারা ভবঘুরে, ছিন্নমুল এমনকি পাগল তারাও টিকার আওতায় আসছে। তিনি বলেন, গত মঙ্গলবার এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবারও চলেছে। ৯টা হতে বিকাল ৩টা পর্যন্ত সমগ্র ৫০নং ওয়ার্ডব্যাপী পিকআপে ঘুরে ঘুরে টিকা প্রদান করা হয়। এই টিকাটি মাএ এক ডোজ নিলেই কার্যকর সুরক্ষা পাওয়া যাবে, যাদের পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন নাই শুধুমাত্র তাদের এই টিকা দেওয়া হচ্ছে। যেহেতু নিবন্ধন ব্যাতিরেকে টিকা প্রদান করা হচ্ছে তাই এই টিকাগ্রহণকারীবৃন্দ টিকা দানের সাটিফিকেট পাবেন না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads