• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
ট্রেনে কাটা পড়ে এক বছরে ৪০ জনের মৃত্যু

প্রতীকী ছবি

সারা দেশ

আখাউড়া রেলওয়ে সেকশন

ট্রেনে কাটা পড়ে এক বছরে ৪০ জনের মৃত্যু

  • কাজী মফিকুল ইসলাম, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)
  • প্রকাশিত ১০ ফেব্রুয়ারি ২০২২

দেশের পূর্বাঞ্চল রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে সেকশনে ট্রেনের নিচে কাটা পড়ে গত এক বছরে ৪০ জনের মৃত্যু হয়েছে। আখাউড়া-শশীদল, আখাউড়া-আশুগঞ্জ-আখাউড়া-মুকুন্ দপুর রেলওয়ে সেকশনে ২০২১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন স্থানে আন্তঃনগর, মেইল, লোকাল ও মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে এসব মৃত্যুর ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন শিশু, ৩৪ জন পুরুষ ও চারজন নারী রয়েছে। এর মধ্যে রেলওয়ে পুলিশ ২৬ জন লোকজনের পরিচয় জানতে পেরে আইনি প্রক্রিয়া শেষে তাদের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করেছে। বাকি পরিচয় না জানা লোকদের বেওয়ারিশ লাশ হিসেবে তাদেরকে কবরস্থ করা হয়। পুলিশ বলছে, নিহতদের মধ্যে বেশীভাগ লোকজনই চলন্ত ট্রেনে উঠানামা, ট্রেনের ছাদ, বগি সংযোগস্থলে বসা, ট্রেনের দরজার হাতলে ঝুলে ভ্রমণ করা, রেললাইনের পাশ দিয়ে কানে ইয়ার ফোন লাগিয়ে হাঁটা, রেলক্রসিংয়ে অসাবধানতা বশত রেললাইন পারাপারসহ নানা কারণে এসব দুর্ঘটনা ঘটেছে।

আখাউড়া রেলওয়ে থানার ওসি মাজহারুল করিম বলেন ট্রেনের ছাদে ভ্রমন সম্পূর্ণ নিষিদ্ধ হলেও নিম্ম আয়ের লোকজন অসচেতনতার কারণে তা মানছেন না। ট্রেন যাত্রী ও সাধারণ লোকজন অসতর্কতার কারণে এসব দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনার শিকার বেশিভাগই রয়েছে অজ্ঞাতনানা।

আখাউড়া রেলওয়ে স্টেশন সুপার কামরুল হাসান তালুকদার বলেন, পূর্বাঞ্চল রেলপথে ট্রেনে কাটা পড়ে অনেক লোকজন মারা যাচ্ছে। মূলত অসচেতনতার কারণে প্রতিনিয়ত এসব দুর্ঘটনা ঘটছে। রেলওয়ে সংশ্লিষ্ট লোকজন ট্রেন যাত্রীদের সতর্কতায় নিয়মিত মাইকিং করছেন। পাশাপাশি সচেতনতামূলক নানা কর্মসূচিও পালন করা হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads