• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

‍কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় রোবোটিকস ও প্রোগ্রামিং বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ১০ ফেব্রুয়ারি ২০২২

কুমিল্লা জেলা প্রশাসকের নির্দেশনায় নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য এই প্রথমবারের মত রোবোটিক্স ও প্রোগ্রামিং বিষয়ে ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা'র সভাপতিত্বে প্রধান শিক্ষক মোমিনুল হক ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের, সহকারী কমিশনার ভূমি রিফাত আসমা, থানার অফিসার ইনচার্জ (ওসি) অপেল্লা রাজু নাহা, মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহাম্মদ।

উপস্থিত ছিলেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার কবির আহাম্মদ, শিক্ষা অফিসার সেলিম মুন্সী, অধ্যক্ষ আলতাফ হোসেন, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, প্রধান শিক্ষক আবু হানিফ, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক আলী আক্তার ভূইয়া ও মোঃ মনিরুল ইসলাম সরকারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। রোবোটিক্স ও প্রোগ্রামিং বিষয়ে ওরিয়েন্টশনে রিসোর্স পারসন ছিলেন বুয়েট এর শিক্ষার্থী মোঃ লতিফুর রহমান, মোঃ রাহাত রাসেল, রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মনিরুজ্জামান আকাশ, সিএসই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো: মঈন উদ্দিন। প্রশিক্ষণে রোবটিক্স ও প্রোগ্রামিং এর বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৭২ জন শিক্ষার্থী এ কর্মশালায় অংশগ্রহণ করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads