• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

  • ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ ফেব্রুয়ারি ২০২২

শিক্ষাব্যবস্থা জাতীয়করণ ও পূর্নাঙ্গ উৎসব ভাতা প্রদানসহ ৮ দফা দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন করেছে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন।

আজ মঙ্গলবার বেলা ১১টায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা।

মানববন্ধনে বক্তব্য দেন স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন ঝালকাঠি শাখার সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সাইফ খান জুয়েল, মাহমুদ কবির, মোস্তাক আহম্মেদ, আমিনুল ইসলামসহ আরো অনেকে।

মানববন্ধনে বক্তারা জানান, সরকার সকল প্রাইমারী জাতীয়করণ করেছে অথচ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এখনো জাতীয়করণ করা হয়নি। এসব প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদানে আসন্ন বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখার দাবি জানান তারা। এছাড়াও সংগঠনের পক্ষ থেকে ৮ দফা দাবি জানানো হয় মানববন্ধনে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads