• বৃহস্পতিবার, ৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪২৯
মির্জাপুরে ডাকাতিকালে গ্রেপ্তার ৫

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

অস্ত্র উদ্ধার; ৭ দিনের রিমান্ড আবেদন

মির্জাপুরে ডাকাতিকালে গ্রেপ্তার ৫

  • মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ ফেব্রুয়ারি ২০২২

টাঙ্গাইলের মির্জাপুরে ডাকাতিকালে ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন উপজেলার পাকুল্যা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা পশ্চিমপাড়া গ্রামের মৃত রাশেদ মিয়ার ছেলে রবিন মিয়া (২৭), একই ইউনিয়নের দক্ষিণ চুকুরিয়া গ্রামের সমেজ মিয়ার ছেলে আ. রাজ্জাক ওরফে বুদ্দু মিয়া (৩৪), সাটিয়াচড়া গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে হারুন মিয়া ওরফে রাশেদ (২৯), চুকুরিয়া গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে শাহিন মিয়া (২৮), একই গ্রামের হালিম মিয়ার ছেলে সেলিম মিয়া (২৬)।

পুলিশ জানায়, রাত ১২টার দিকে পাকুল্যা এলাকা সংলগ্ন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফাঁকাস্থানে ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদে ঘটনাস্থলে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টাকালে ৫ ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এসময় অজ্ঞাতনামা কয়েকজন ডাকাত পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা মহাসড়কে বিভিন্ন সময় অভিনব পন্থায় মানুষকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ও মৃত্যুর ভয় দেখিয়ে দীর্ঘদিন যাবৎ ডাকাতি করে আসছে।

মির্জাপুর থানার এস.আই ও মামলার তদন্তকারী কর্মকর্তা আবু সাইদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে ডাকাতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে গ্রেপ্তার করি। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর ৭ দিনের রিমান্ড আবেদন চেয়ে আজ বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ করেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মির্জাপুর থানায় একাধিক মামলা রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads