• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

সারা দেশ

শহীদ মিনারে জুতা পায়ে আওয়ামী লীগ নেতার শ্রদ্ধা নিবেদন

  • আশুলিয়া প্রতিনিধি
  • প্রকাশিত ২১ ফেব্রুয়ারি ২০২২

ভাষার মাসে শহীদদের শ্রদ্ধা জানাতে এসে জুতা পায়ে শহীদ মিনারে ওঠে শহীদদের রীতিমত অবমাননা করেছেন আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদকসহ নেতাকর্মীরা।

মহান ভাষা দিবস ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে আশুলিয়া প্রেসক্লাব চত্ত্বরে আশুলিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে শিল্প পুলিশ ১ এর পুলিশ সুপার ও আশুলিয়া থানা আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে বিশৃঙ্খলা সৃষ্টি করেন ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগ। পরে তারা জুতাসহ শহীদ মিনারে উঠে যান।

এর আগে আশুলিয়ার প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি মোজাফফর হোসেন জয় ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লিটনের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আশুলিয়া প্রেসক্লাবের গণমাধ্যম কর্মীরা। পরে শ্রদ্ধা জানান শিল্প পুলিশ ১ এর পুলিশ সুপার সাখাওয়াত হোসেনসহ শিল্প পুলিশসদস্যরা।

প্রেসক্লাব চত্ত্বরে আশুলিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে দেখা যায়, একের পর এক আওয়ামী সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এর মধ্যে যথাযথ মর্যাদায় আশুলিয়া থানা আওয়ামী লীগ, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ ফুল দিয়ে শ্রদ্ধা জানালেও আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মতিউর রহমান মতিসহ তার নেতাকর্মীরা জুতা নিয়ে শহীদ মিনারে উঠে শ্রদ্ধা নিবেদন করেন। সব শেষে জাতীয় শ্রমিক লীগ ঢাকা জেলা কমিটির নেতৃবৃন্দরা জুতা নিয়ে শহীদ মিনারে উঠে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ নিয়ে সচেতন মহলে বিতর্কের সৃষ্টি হয়েছে।

এব্যাপারে ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মতিউর রহমান মতি বলেন, আসলে আমি একটা সিঁড়িতে জুতা নিয়ে উঠেছিলাম। ভিডিও ফুটেজ ও ছবি সংগ্রহে আছে বলে জানালে তিনি বলেন, ভাই সরি, ভাই সরি। ভুল হয়ে গেছে। 

এব্যাপারে আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক ফারুক হোসেন তুহিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads