• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

ফেনীতে ৩৯ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার

  • ফেনী প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ ফেব্রুয়ারি ২০২২

ফেনীর ছাগলনাইয়ার দৌলতপুর র‌্যাবের অভিযান করে ২৯ লাখ টাকার ফেন্সিডিল উদ্ধারসহ এক মাদক চোরাকারকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় মদক বহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত মোঃ বাপ্পি (৩২) কুমিল্লা জেলার কোতয়ালী থানা সর্দার বাড়ী ৩ নং ইউপির রাজেন্দ্রপুর গ্রামের মোঃ জাহাঙ্গীর আলম ও পারুল আক্তারের ছেলে।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানী কমান্ডার যাবের জানান, গোপন সংবাদের ভিত্তিতে কয়েকজন মাদক চোরাকারবারি প্রাইভেটকারে মাদকদ্রব্য বহন করে ফেনী হতে চট্টগ্রাম দিকে যাচ্ছে জানতে পারে র‌্যাব। উক্ত তথ্যের ভিত্তিতে ২৫ ফেব্রুয়ারী গভীর রাতে র‌্যাব-৭, সিপিসি-১ ফেনী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ফেনী জেলার ছাগলনাইয়ার থানার গোপাল ইউনিয়নের দৌলতপুর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুলতানা ফিলিং ষ্টেশনের সামনে অভিযান পরিচালনা করে।

এ সময় একটি প্রাইভেটকারসহ চালককে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামি মোঃ বাপ্পি (৩২)কে জিজ্ঞাসাবাদ ও প্রাইভেটকার তল্লাশী করে ২৯৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করে ও মাদক বহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে বাপ্পি আরো জানায়, সে মূলত একজন মাদক চোরাকারবারী, চালক পেশার আড়ালে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য ফেনীর সীমান্তবর্তী এলাকা থেকে এনে ফেনী ও চট্টগ্রামসহ আশেপাশের বিভিন্ন জেলার মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে বলে স্বীকার করে। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ২৯ লক্ষ ৭ হাজার টাকা।

গ্রেপ্তারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ছাগলনাইয়া মডেল থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads