• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯
হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে তুরাগে বিক্ষোভ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে তুরাগে বিক্ষোভ

  • তুরাগ (উত্তরা)প্রতিনিধি
  • প্রকাশিত ০২ মার্চ ২০২২

রাজধানীর তুরাগে মসজিদের মিলাদ মাহফিলের টাকা চাওয়াকে কেন্দ্র করে কৃষক লীগ নেতার বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা দায়েরের পাঁচ দিন পেরুলেও আসামিদের কেউ গ্রেপ্তার হয়নি। এ দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। এতে অংশ নেয় তুরাগ থানা এলাকার ৫২,৫৩ ও ৫৪ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দারা।

সকালে তুরাগের চন্ডালভোগ এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। মানববন্ধনে ভুক্তভোগী ও বক্তারা বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমন হামলায় হতভম্ব পুরো এলাকাবাসী। অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি তাদের।

গত ২৪ শে ফেব্রুয়ারি তুরাগের মসজিদের মিলাদ মাহফিলের টাকা চাওয়াকে কেন্দ্র করে কৃষক লীগ নেতার বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় তুরাগ থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক রিপন হোসেন (৩৫), তার ছোট ভাই লিটন হোসেন (২৪), বন্ধু বিল্লাল হোসেন (২৮) ও বাড়ির ভাড়াটিয়া আলাউদ্দিন (৪০) আহত হয়। আহত বিল্লালকে আশঙ অবস্থায় ভর্তি করা হয় এভার কেয়ার হাসপাতালে। এ ঘটনায় তুরাগ থানায় মামলা দায়ের করে ভুক্তভোগী পরিবার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads