• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪২৯
নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে টাঙ্গাইলে ছাত্রদলের বিক্ষোভ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে টাঙ্গাইলে ছাত্রদলের বিক্ষোভ

  • টাঙ্গাইল প্রতিনিধি
  • প্রকাশিত ০৬ মার্চ ২০২২

বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যে সর্বত্র পণ্য সরবরাহের দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে জেলা ছাত্রদলের আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ করা হয়।

টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহবায়ক দূর্জয় হোর শুভর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. আব্দুল বাতেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক রাশেদ ইকবাল খান।

এসময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক সানু, খন্দকার রাশেদুল আলম রাশেদ প্রমুখ।

সমাবেশে বক্তারা, বর্তমান সরকার তেল, গ্যাসসহ নানা দ্রব্যমূল্যের বৃদ্ধি কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছে না। দেশের বাজারে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে। অনতিবিলম্বে দ্রব্যমূল্য জনগনের ক্রয়ক্ষমতার আওতায় আনার দাবী জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads