• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
মির্জাপুরে ৭ মার্চ দিবস উদযাপন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

মির্জাপুরে ৭ মার্চ দিবস উদযাপন

  • মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ০৭ মার্চ ২০২২

মির্জাপুরে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরের মুক্তির মঞ্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন, উপজেলা প্রশাসন-পরিষদসহ সর্বস্তরের জনগণ। পরে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, পৌর মেয়র সালমা আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, মির্জাপুর থানার ওসি মো. আলম চাঁদ, পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান সরকার হিতেশ চন্দ্র পুলক, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বিশ্বাস দুর্লভ চন্দ্র, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, মো. মাজহারুল ইসলাম শিপলু, দপ্তর সম্পাদক মোহাম্মদ জহিরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বর্নিল আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠান শেষে রচনা, চিত্রাঙ্কন ও ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads