• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯

সারা দেশ

আখাউড়া রেলস্টেশনে ৪ নারী ছিনতাইকারি সদস্য আটক

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ০৮ মার্চ ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সংঘবদ্ধ চার নারী ছিনতাইকারিকে আটক করেছে রেলওয়ে পুলিশ। আজ মঙ্গলবার সকালে চট্রগ্রাম গামী আন্ত:নগর মহানগর প্রভাতী ট্রেন থেকে তাদেরকে আটক করা হয়।

ট্রেনে এক যাত্রীর গলায় থাকা স্বর্ণের চেইন নিয়ে পালানো চেষ্টাকালে রেলওয়ে পুলিশ তাদেরকে হাতেনাতে আটক করে। আটককৃত ৪ নারী ছিনতাইকারি সদস্যরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার উচাইল (কাচারআটি) গ্রামের আমিনুল ইসলামের স্ত্রী জোৎস্না আক্তার (৩০), একই গ্রামের রহিম মিয়ার স্ত্রী সাফিয়া বেগম (৩০), জুয়েল মিয়ার স্ত্রী রোজিনা বেগম ও হাদিস মিয়ার স্ত্রী নাছিমা আক্তার (৩০)। তারা একে অপরে আত্মীয় বলে জানায়।

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা চট্রগ্রাম গামী আন্ত:নগর মহানগর ট্রেনটি সকাল ১০টায় আখাউড়া রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি করে। ট্রেনটি স্টেশনে যাত্রা বিরতির সাথে সাথে ভিড় ঠেলে তারা কৌশল করে কয়েকজন ট্রেনের দরজায় দাঁড়িয়ে থাকে কয়েকজন নিচে অবস্থান করে। এক পর্যায়ে একজন মহিলা যাত্রী ট্রেনে উঠতে গেলে কৌশল করে ওই যাত্রীর গলায় থাকা স্বর্ণের চেইন নিয়ে দ্রুত পালানো চেষ্টা করে। এসময় ওই যাত্রী চিৎকার শুরু করলে স্টেশনে দায়িত্বরত রেলওয়ে পুলিশ সদস্যরা দ্রুত এসে তাদেরকে আটক করে। পরে উদ্ধারকৃত চেইন পুলিশ সদস্যরা ওই যাত্রীকে বুঝিয়ে দেন। পুলিশ জানায় পূর্বাঞ্চল রেলপথে সংঘবদ্ধ ছিনতাইকারিরা বিভিন্ন আন্ত:নগর ট্রেনে নানা কৌশলে যাত্রীদের মালামাল নিয়ে যাচ্ছেন।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মো: মাজহারুল করিম সতত্যা নিশ্চিত করে বলেন আটককৃতরা ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। ট্রেনে প্রায় সময় যাত্রীদের কাছ থেকে তারা বিভিন্ন মালামাল চুরি ও ছিনতাই করে আসছে। তাদের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের কাছ থেকে স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads