• শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪২৯
পাবনার বেড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

পাবনার বেড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

  • বেড়া (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশিত ০৮ মার্চ ২০২২

‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ এ প্রতিপাদ্য নিয়ে বেড়া উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা, মহিলা মুক্তিযোদ্ধা সন্মাননা, আইজিএ প্রশিক্ষনার্থীদের চেক বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বেড়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আজ মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বেড়া উপজেলা নির্বাহী অফিসার আঃ সবুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা।

সভায় বক্তব্য রাখেন, বেড়া সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, বেড়া মঞ্জুর কাদের মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার, বেড়া স্বাস্থ্য কমপ্লেক্্র-এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সোহেলী সাউন তনী, উপজেলা ভাইস ইঞ্জি. মোঃ মেসবা উল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শায়লা শারমিন ইতি প্রমূখ। আলোচনা সভায় কর্মক্ষেত্রসহ সব স্তরে নারীদের অধিকার, সমতা ও শিক্ষার বিষয়ে গুরুত্ব তুলে ধরেন বক্তারা।

আলেচনা সভা শেষে বেড়া উপজেলার একমাত্র নারী মহিলা মুক্তিযোদ্ধাকে বেগম সামসুন নাহারকে সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। আইজিএ প্রশিক্ষনার্থী ৫০ জনের প্রত্যেককে ১২ হাজার টাকার চেক প্রদান করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads