• শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪২৯

সারা দেশ

র‌্যাবের হাতে গাঁজাসহ আটক ২

  • মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ মার্চ ২০২২

টাঙ্গাইলের মির্জাপুরে ৬২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১২। গতকাল শনিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন উপজেলার গোড়াই ইউনিয়নের ধেরুয়া প্রত্যাশা হোটেল এ- রেস্টুরেন্টের সামনে থেকে তাদের আটক করা হয়। এসময় গাঁজাবহনকারী ট্রাক জব্দ করা হয়েছে। জব্দকৃত গাঁজার বর্তমান বাজারমূল্য আনুমানিক ৪ লাখ ৩৪ হাজার টাকা।

আটককৃত আসামী সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কোমরপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম (৩০), একই জেলার সাতক্ষীরা উপজেলার গোবিন্দকাঠি গ্রামের মনসুর আলীর ছেলে রবিউল (৫০)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার ওইস্থানে গাঁজার বড় চালানের ট্রাকসহ মাদক ব্যবসায়ী অবস্থান করছে। পরে ঘটনাস্থলে পৌছানোর পর তথ্য মতো ট্রাক তল্লাশি শুরুকালে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টাকালে ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাদক ব্যবসায়ী বলে স্বীকার করে। তারা দীর্ঘদিন যাবত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে এই সকল গাঁজা ক্রয়-বিক্রয়সহ অবৈধ কর্মকাণ্ড করে আসছিলো। জব্দকৃত গাঁজা, ট্রাক ও আটককৃতদের মির্জাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ বলেন, আটককৃতদের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা সুদূর বাহ্মণবাড়িয়া থেকে টাঙ্গাইলের উদ্দেশে এই গাঁজাসহ ট্রাক নিয়ে রওনা হয়েছিলো। তারা দীর্ঘদিন ধরে এ ব্যবসার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন। আজ রোববার কোর্টে প্রেরণ করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads