• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯

সারা দেশ

বঙ্গবন্ধুর জন্মদিনে মেহেরপুরে শ্রদ্ধা ও আলোচনা সভা

  • মেহেরপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ মার্চ ২০২২

মেহেরপুরে পালিত হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ৯টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান সর্বপ্রথম জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং মেহেরপুর জেলা বাসীর পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন। এর পরপরই পুলিশ বিভাগের পক্ষে পুলিশ সুপার রাফিউল আলম, মুক্তিযোদ্ধা ও জেলা শিল্পকলা একাডেমীর পক্ষে জেলা প্রশাসক, জেলা পরিষদের পক্ষে জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল, জেলা আওয়ামী লীগের পক্ষে এ্যাড.ইব্রাহিম শাহিন, পৌর আওয়ামী লীগের পক্ষে সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, জেলা আনসার কমান্ডেন্ট রাকিবুল ইসলাম, সরকারি কলেজের পক্ষে অধ্যক্ষ প্রফেসর শফিউল আলম সরদার, সরকারি মহিলা কলেজের পক্ষে অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, ছহিউদ্দীন ডিগ্রি কলেজের পক্ষে অধ্যক্ষ একরামুল আজিম, টিটিসির পক্ষে অধ্যক্ষ আরিফ আহমেদ সহ ব্যাংক-বীমা ও সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের পক্ষে অফিস প্রধানগণ পুষ্প মাল্য অর্পণ করেন।

বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপনের আনুষ্ঠানিকতা বৃহস্পতিবার প্রথম প্রহরেই শুরু হয়েছে, এরপর দিনভর থাকছে আলোচনা সভা সহ নানা আয়োজন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads