• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
কলা গাছের সাথে এ কেমন শত্রুতা !

সংগৃহীত ছবি

সারা দেশ

কলা গাছের সাথে এ কেমন শত্রুতা !

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ মার্চ ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাতের আধারে মো: নান্নু মিয়া নামে এক কৃষকের প্রায় ২৫০টি কলা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতে উপজেলার মোগড়া ইউনিয়নের বচিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই কৃষকের প্রায় ১ লাখ টাকার উপর ক্ষয়ক্ষতি হয়েছে বলে সে জানায়।

গত ৬ মাস আগে ধার দেনা করে বাড়ি সংলগ্ন প্রায় ২ বিঘা জমিতে ২৫০টি গাছ রোপন করেন কৃষক নান্নু মিয়া। ইতিমধ্যে তার অনেক কলা গাছে মুচি আসতে শুরু করেছে। এরইমধ্যে রাতের আধারে কে বা কাহারা তার প্রায় সব কলা গাছ কেটে দিয়েছে।

বাগান মালিক নান্নু মিয়া বলেন রাত ১১টা পযর্ন্ত তার কলা বাগানে তিনি পাহাড়া দেন। এক পর্যায়ে তিনি ঘুমাতে ঘরে চলে আসেন তিনি। পর দিন সকালে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান তার বাগানের কলা গাছ পড়ে আছে। সামনে গিয়ে দেখতে পান কে বা কাহারা তার বাগানের সব গাছ কেটে ফেলে রেখেছে। তার চিৎকারে স্থানীয় লোকজন তার বাগানে আসেন। তিনি আরও বলেন পরিবারে আর্থিক স্বচ্ছলতা আনতে দেশীয় পদ্ধতিতে চলা চাষ করেন। আগামী কিছু দিনের মধ্যে ওইসব কলা গাছে ফলন আসবে। তিনি বলেন জীবিকার তাগিদে অনেক স্বপ্ন নিয়ে গাছগুলো লাগিয়েছিলাম। এরইমধ্যে রাতের আধারে দুর্বৃত্তরা তারা সব গাছ কেটে দিয়েছে। এখন আমার সব শেষ হয়ে গেল। এখন কি ভাবে ঋন পরিশোধ করব তা বুঝতে পারছি না। এঘটনায় তার প্রায় ১লাখ টাকার উপর ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানায়।

উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগম বলেন, আসলে এটি একটি দু:খ জনক ঘটনা। এ ভাবে একজন কৃষকের স্বপ্ন নষ্ট করে দেবে তা কখনও ভাবিনি। খবর পাওয়া মাত্র রোববার বিকালে কৃষি বিভাগের লোকজনকে সেখানে পাঠানো হয়েছে। তারা খোঁজ খবর নিচ্ছেন। কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকের সার্বিক সহায়তা দেওয়া হবে বলে জানায়।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ ওসি মো: মিজানুর রহমান বলেন, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ দেন নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads