• শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪২৯

সারা দেশ

মান্দায় হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন বর

  • মান্দা (নওগাঁ) প্রতিনিধি
  • প্রকাশিত ০৩ এপ্রিল ২০২২

নওগাঁর মান্দায় পরিবারের ইচ্ছে পুরণ করতে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন বর। আর হেলিকপ্টার চড়ে বিয়ের যাত্রা দেখতে সকাল থেকে আশেপাশের কয়েক গ্রামের হাজারো উৎসক জনতার ভীড় ছিলো লক্ষনীয়। গতকাল শনিবার (২ এপ্রিল) দুপুর ১ টার দিকে উপজেলার মান্দা সদর ইউনিয়নের মান্দা এস.সি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এান্ড কলেজ মাঠে হেলিকপ্টারটি ল্যান্ড করে। এদিন দুপুরে মহাদেবপুর উপজেলার বিনোদপুর গ্রামে মেয়ের বাবার বাড়িতে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে হয়।

কনে মহাদেবপুর উপজেলার বিনোদপুর গ্রামের তমিজ উদ্দিনের কলেজ পড়ুয়া মেয়ে তাসলিমা আক্তার তমা (১৮)। বর হলেন নওগাঁর মান্দা সদর ইউনিয়নের মেরুল্যা গ্রামের আনিছুর রহমানের ছেলে আবু আহম্মেদ আশরাফ ওরফে সবুজ (৩০) । এরপর অত্র এলাকায় এই প্রথম হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে তাদের এক নজর দেখতে ভীড় জমান স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, আবু আহম্মেদ আশরাফ ওরফে সবুজ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে বিবিএ এবং এমবিএ পাশ করার পর ইফাত (মাল্টিন্যাশনাল) কোম্পানীতে চাকরি পান। বর্তমানে তিনি ইফাত (মাল্টিন্যাশনাল) কোম্পানীর এরিয়া ম্যানেজার হিসেবে ময়মনসিংহ জেলায় কর্মরত আছেন। অন্যদিকে তাসলিমা আক্তার তমা মান্দা মমিন শাহানা সরকারি কলেজে এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী।

বরের পিতা আনিছুর রহমান পেশায় একজন কৃষক। অপরদিকে মেয়ের বাবা তমিজ উদ্দিন একজন ব্যাটেলিয়ন।

বরের বাবা আনিছুর রহমান বলেন, আমাদের পরিবারের ইচ্ছে ছিল, ছেলেকে হেলিকপ্টারে করে বিয়ে করানোর। তাদের সে ইচ্ছে পুরণে ২ লক্ষ ৪০ হাজার টাকা খরচ করে হেলিকপ্টার ভাড়া নেয়া হয়। এদিন দুপুরে বর নিয়ে কনের বাড়ি যাওয়া এবং বিয়ের কাজ শেষে আবার নিয়ে আসা হয়।

তৌহিদুল ইসলাম বাদল নামে একজন বরের বন্ধু বলেন, আমাদের গ্রামে তো দুরের কথা, আশেপাশের কোনো গ্রামে কখনোই হেলিকপ্টার নামেনি। তাই হেলিকপ্টার দেখতে আজ সকাল থেকে বরের বাড়ির পাশে মান্দা এস.সি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এান্ড কলেজ মাঠে এবং কনের বাড়ির পাশে পাঁঠাকাটা উচ্চ বিদ্যালয় মাঠে হাজার- হাজার উৎসুক জনতা অপেক্ষা করেন। তবে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটে দুপুরের দিকে এবং সন্ধ্যার আগেই আবারো হেলিকপ্টারে চড়ে বউ নিয়ে আসা হয় ।

এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, একটি বিয়ের জন্য মান্দা এস.সি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এান্ড কলেজ মাঠে হেলিকপ্টার ল্যান্ড করা হবে, এমন একটি আবেদন আমরা পেয়েছি। আর সে মোতাবেক আমরা পদক্ষেপ গ্রহণ করেছি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads