• মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪২৯

সারা দেশ

স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার পেল শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

  • শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
  • প্রকাশিত ০৪ এপ্রিল ২০২২

স্বাস্থ্যখাতে অবদান রাখায় ‘স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার-২০২০’ পেয়েছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। গত ৩১ মার্চ (বৃহস্পতিবার) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাশেদ আল মামুন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক’র হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।

ডাঃ রাশেদ আল মামুন জানান, বাংলাদেশের প্রতিষ্ঠান ভিত্তিক স্বাস্থ্য সেবার মানের ক্ষেত্রে সবচেয়ে মর্যাদাপূর্ণ ও বড় স্বীকৃতি হচ্ছে “জাতীয় স্বাস্থ্যমন্ত্রী পুরস্কার”। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই পুরস্কারের গৌরব অর্জন করলো।

উপজেলা স্বাস্থ্য বিভাগের এই অর্জনের জন্য তিনি স্থানীয় সাংসদ, স্বাস্থ্য বিভাগের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও পৌরসভাসহ এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান। পুরস্কার অর্জন করায় উপজেলার নানা শ্রেণী পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads