• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯

সারা দেশ

আখাউড়ায় আগাম ধান কাটা শুরু, ভালো ফলনে কৃষকের মুখে হাসি

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ০৯ এপ্রিল ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় চলতি মৌসুমে আগাম ইরি-বোরো ধান কাটা শুরু হয়েছে। স্থানীয় কৃষকরা প্রাণভরে ধান কেটে মাড়াই কাজে ব্যস্ত সময় পার করছেন। তবে এ মৌসুমে ধানের ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে। এদিকে উপজেলা কৃষি অফিস জানায়, পুরোদমে আরো ৭-৮ দিন পর ধান কাটা শুরু হবে। যারা আগাম জাতের ধান আবাদ করেছে তারা মনের আনন্দে ধান কাটছেন।

উপজেলা কৃষি অফিস জানায়, চলতিবোরো মৌসূমে পৌর শহরসহ উপজেলায় প্রায় ৬ হাজার হেক্টর জমিতে ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

মৌসুমের শুরু থেকেই আবহাওয়া ও প্রকৃতি ধান চাষের অনুকুলে থাকায় মাঠে তেমন কোন রোগ বালাইয়ের আক্রমণ দেখা দেয়নি। ফলে আবহাওয়া অনুকুলে থাকায় ফলন ভাল হয়েছে।

সরেজমিনে আজ শনিবার সকালে খালাজোড়া এলাকায় গিয়ে দেখা যায় স্থানীয় কৃষকরা আগাম জাতের ধান কাটছেন। কৃষকরা ধান কাটা নিয়ে ব্যস্ত এখন সময় পার করছেন। এ উপজেলায় ব্রি-আর ২৮, ব্রি- ২৯, হীরা , হাইব্রীড সবুজ সাথী, এসএলএইডএইচ,জাগরনীসহ বিভিন্ন প্রজাতির ধান চাষ করা হয়।

খালাজুড়া এলাকার কৃষক মো: ফারুক মিয়া বলেন, এ মৌস‍ুমে তিনি ১০বিঘা জমিতে ব্রি-২৮সহ নানা প্রজাতির ধান চাষ করেছেন। এরমধ্যে সকালে তিনি দেড় বিঘা জমির ধান কেটেছেন। অন্যান্য বছরের তুলনায় সার, বীজ, সেচসহ অন্যান্য সুবিধা থাকায় এবছর তার ফলন ভালো হয়েছে। সময়মতো বৃষ্টি হলে ফলন আরো ভালো হতো বলে জানায়। বাকী জমির ধান কাটতে আরো ৮-১০ দিন সময় লাঘবে। এখন পযর্ন্ত ওই সব জমিরও ফলন ভালো হয়েছে বলে জানায়।

নারায়নপুরের কৃষক মো: ইয়াছিন মিয়া বলেন, ২ বিঘা জমির আগাম জাতের ব্রি-২৮ ধান আনুষ্ঠানিক ভাবে সকালে কাটা হয়েছে। তিনি আশা করছেন আগামী ৬-৭ দিনের মধ্যে তার পুরো ধান কাটা শুরু হবে। ধান আবাদের পর থেকে সকল সুবিধা ছিল। কোন প্রকার পোকার উপদ্রব ছিল না। গত কয়েক বছরের তুলনায় তার ফলন ভালো হওয়ায় তিনি খুবই খুশি।

মনিয়ন্দের এলাকার মো: আব্দুর রহিম মিয়া জানান, এ মৌসুমে তিনি ১০ বিঘা জমিতে বোরো ধান আবাদ করেছেন । এখননো ধান কাটা হয়নি। তিনি আশা করছেন ৫-৬ দিনের মধ্যে তার জমির ধান কাটা হবে। জমিতে ধানের যে অবস্থা দেখছেন এতে তিনি খুবই খুশি। তিনি আশা করছেন শেষ মুহুর্ত পযর্ন্ত যদি আবহাওয়া অনুকুলে থাকে আর যথা সময় ধান কেটে আনা যায় তাহলে গত কয়েক বছরের তুলনায় এবার তার বাম্পার ফলন হবে ।

দক্ষিণ ইউনিয়নের কৃষক মো.তাজুল ইসলাম বলেন এ মৌসুমে ৮বিঘা ব্রি- ২৮, ব্রি-আর ২৯, ধান আবাদ করা হয়। ইতিমধ্যে তিনি দেড় বিঘা জমির ধান কেটেছেন। বিঘা প্রতি ১৮-২০ মন ধার পেয়েছেন বলে জানায়।

মো. শাহআলম জানায়, এমৌসুমে ১২ বিঘা জমিতে বোরো ধান আবাদ করা হয়। বর্তমানে ধান জমির অবস্থা খুবই ভাল। আশা করছেন এক সপ্তাহের মধ্যে তার জমির ধান কাটা হবে। তিনি আরো বলেন জমির দিকে তাকালে ধান গাছ দেখে মন জুড়িয়ে যায়। এবার বড় ধরনের ঝড় বা শিলা বৃষ্টি না হলে বোরো ধানের বাম্পার ফলনের আশা করছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগম বলেন, পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় আগাম জাতের ধান কাটা শুরু হয়েছে। পুরুদমে ধান কাটা শুরু হতে আরো ৭-৮ দিন সময় লেগে যাবে। কোন প্রকার প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে চলতি মৌসুমে উপজেলায় বোরো ধানের বাম্পার ফলনের আশা করছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads