• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯

সারা দেশ

কসবায় দেশের সর্ববৃহৎ আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া

  • কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ০৯ এপ্রিল ২০২২

কসবা উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে খাড়েরা ইউনিয়নের মনকাশাইর নামক স্থানে ভূমি ও গৃহহীন পরিবারের জন্য নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। আজ শনিবার (৯ এপ্রিল) নির্মাণাধীন এ আশ্রয়ণ প্রকল্পের অগ্রগতির কাজ পরিদর্শন করেন তিনি। এসময় উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম কাজের অগ্রগতি সচিবকে অবগত করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন বলেন, গৃহহীনদের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্প প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প। কসবা উপজেলার মনকাশাইর গ্রামে নির্মিত আশ্রয়ণ প্রকল্পটি দেশের বৃহত্তম আশ্রয়ণ প্রকল্প। এখানে গ্রামীণ পরিবেশে ৪০০ পরিবার বাস করতে পারবে। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ব্যতিক্রম আশ্রয়ণ প্রকল্প। ১২.৩৫ একর জায়গার উপর নির্মিত এ আশ্রয়ণ প্রকল্পে বিদ্যালয়, খেলার মাঠ, মসজিদ, মন্দির, বাজার, পুকুর, কবরস্থান, গভীর নলকূপ এবং বিদ্যুৎ এর ব্যবস্থা থাকবে। একসাথে এত সুযোগ সুবিধা বাংলাদেশের অন্য কোন আশ্রয়ণ প্রকল্পে দেখা যাবে না। আগামী জুলাই মাসের মধ্যে নির্মাণ কাজ শেষে এসকল ঘর গৃহহীনদের মধ্যে হস্তান্তর করা হবে। প্রতিটি পরিবারের জন্য দুই শতক জায়গার উপর দুই কক্ষ, একটি বারান্দা, একটি রান্নাঘর ও একটি টয়লেট সমৃদ্ধ গৃহ নির্মাণ করা হচ্ছে। প্রত্যেকটি গৃহের নির্মাণ ব্যয় ধরা হয়েছে দুই লক্ষ ৫৯ হাজার ৫শত টাকা।

এসময় উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি, চট্রগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন, আশ্রয়ণ-২ প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম, কসবা পৌরসভার মেয়র এম জি হাক্কানী, কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকি, সহকারী কমিশনার (ভূমি) সঞ্জীব সরকার, উপজেলা প্রকৌশলী আবদুল কাদের মোজাহিদ, কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলগীর ভূইয়া, খাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. কবির আহাম্মদ খান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads