• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
ফেনী সেন্ট্রাল হাই স্কুলের প্রধান শিক্ষকের পদত্যাগ

সংগৃহীত ছবি

সারা দেশ

ফেনী সেন্ট্রাল হাই স্কুলের প্রধান শিক্ষকের পদত্যাগ

  • ফেনী প্রতিনিধি
  • প্রকাশিত ১২ এপ্রিল ২০২২

অর্থ কেলেঙ্কারি ও নারী কেলেঙ্কারি সহ নানা অনিয়মের অভিযোগ কাঁধে নিয়ে অবশেষে ফেনী সেন্ট্রাল হাই স্কুলের প্রধান শিক্ষকের পদ থেকে পদত্যাগ করেছেন সাইফুল ইসলাম। আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি আশরাফুল আলম গিটার।

এর আগে গত ২৬ মার্চ ফেনী সেন্ট্রাল হাই স্কুলের ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত সিলেবাসে গাইড বই পড়তে বাধ্য করা, স্কুলের বিভিন্ন খাতে  নামে-বেনামে ভুয়া বিল ভাউচার তৈরি, শৌচাগার স্থাপনের নামে অবৈধ টাকা আত্মসাৎ,  ছাদ বাগানের নামে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে চাঁদা উত্তোলন, ফেসবুক মেসেঞ্জারে প্রাক্তন ছাত্রীকে আপত্তিকর মেসেজ দেয়া, খণ্ডকালীন শিক্ষিককে যৌন হয়রানি, সেন্ট্রাল হাই স্কুলের সকল শিক্ষক -কর্মচারী জেলা প্রশাসকের নিকট ২৮টি অভিযোগ উপস্থাপন ও অনাস্থা প্রকাশ, জেলা প্রশাসকের বরাবর ছাত্র এবং ছাত্রীদের পৃথক পৃথক আন্দোলন ও স্মারকলিপি প্রদানের অভিযোগেরর সত্যতা পাওয়া গেলে  অবশেষে ফেনী সেন্ট্রাল হাই স্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম পদত্যাগ করেন। এই নিয়ে দৈনিক বাংলাদেশের খবর ও রাইজিংবিডি সহ বেশ কিছু পত্রপত্রিকায় অনুসন্ধানীমূলক নিউজ প্রকাশিত হয়। সংবাদের পর সংশ্লিষ্ট মহলের টনক নড়ে।

এরপর শিক্ষার্থীদের পক্ষ থেকে দুই দফা স্মারকলিপি শিক্ষকদের পক্ষ থেকে এক দফা স্মারকলিপি আলোকে ফেনী জেলা প্রশাসনের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। একই সাথে ফেনী সেন্ট্রাল হাই স্কুল এর পরিচালনা পর্ষদ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটিতে সাইফুল ইসলামের দোষ বেরিয়ে আসতে শুরু করলে অবশেষে স্বেচ্ছায় সাইফুল ইসলাম পদত্যাগপত্র জমা দেন সেন্ট্রাল হাই স্কুল এর পরিচালনা পর্ষদ আশরাফুল আলম গিটারের হাতে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads