• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

শৈলকুপার ঐতিহ্যবাহী সাহা মেডিকেল পুড়ে ছাই

  • শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ এপ্রিল ২০২২

ঝিনাইদহের শৈলকুপায় অগ্নিকাণ্ডের ঘটনায় উপজেলার ঐতিহ্যবাহী ঔষধের দোকান সাহা মেডিকেল স্টোর পুড়ে ছাই হয়েছে। শনিবার ভোর রাত তিনটার দিকে পৌর এলাকার পুরাতন দুধ বাজারের কালী মন্দির এলাকায় এ ঘটনা ঘটে।

বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিক‍াণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এদিকে এ ঘটনায় ১০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেন দোকান মালিক সজিব কুমার সাহা।

শৈলকুপা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা সঞ্জয় কুমর দেবনাথ বলেন, শৈলকুপার সাহা মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক সর্টসার্টিক থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ভোর চারটার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা। অগ্নিকাণ্ডে প্রায় ৩ লাখ টাকার ঔষধ পুড়ে ছাই হয়েছে। তবে অন্তত ৮ লাখ টাকার ঔষধ অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

শৈলকুপার অন্যতম পুরনো মেডিকেল স্টোর হিসেবে খ্যাতি রয়েছে সাহা মেডিকেলের। ১৯৩৭ সাল থেকে উপজেলাবাসীকে ঔষধ সরবরাহ করে আসছে সাহা মেডিকেল স্টোর।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads