• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
দুই সেতু ভেঙে জনদুর্ভোগ

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

দুই সেতু ভেঙে জনদুর্ভোগ

  • প্রকাশিত ১৮ এপ্রিল ২০২২

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের পেকুয়া-পাথরঘাটা ও পেকুয়া অভিরামপুর আঞ্চলিক সড়কের দুটি সেতু ভেঙে জনদুর্ভোগে পরিণত হয়েছে। একটি সেতু একেবারে ভেঙে গেলেও স্থানীয়দের সহযোগিতায় মাটি ফেলে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে ও অপর সেতুর মাঝখানে ভাঙার কারণে মির্জাপুর সদরে যাওয়া-আসায় যেমন ভোগান্তি পোহাতে হচ্ছে একইভাবে যানচলাচল ব্যহত হওয়ার পাশাপাশি পার্শ্ববর্তী তিন উপজেলাবাসীর বেড়েছে জনদুর্ভোগ। সেতু ভাঙার খবর স্থানীয় এমপি খান আহমেদ শুভ’র দৃষ্টি গোচর হলে সোমবার দুপুরে সেতু দুটি পরিদর্শনে যান তিনি। এসময় প্রকৌশলীকে দ্রুত সময়ের মধ্যে সেতু দুটি দ্রুত পুনঃনির্মাণের নির্দেশ দেন।

স্থানীয় বাসিন্দা হানিফ রাজ জানান, দীর্ঘদিন ধরে এই সেতু দুটি ভেঙে জনদুর্ভোগে পড়ে আছে। কিন্তু দেখেও যেনো দেখার কেউ নেই। সোমবার এমপি খান আহমেদ শুভ ভাই সেতুগুলো পরিদর্শন করেছেন। তিনি দ্রুত সময়ের মধ্যে ভাঙা সেতুগুলো নির্মাণের আশ্বাস দিয়েছেন।

উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রহমানের সাথে যোগাযোগে তিনি বাংলাদেশের খবরকে জানান, সেতু দুটি ভাঙার পর দুর্ঘটনা এড়াতে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমপি স্যারও ব্রিজটি পরিদর্শন করেছেন। বরাদ্দের জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে, বরাদ্দ পেলেই দ্রুত সময়ের মধ্যে সেতু দুটি পুনঃনির্মাণ করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads