• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
সাটুরিয়ায় জমে উঠছে ঈদবাজার

ঈদের কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

সাটুরিয়ায় জমে উঠছে ঈদবাজার

  • সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ এপ্রিল ২০২২

আসন্ন ঈদকে কেন্দ্র করে সাচুরিয়া উপজেলার মার্কেটগুলোতে ক্রেতাদের পদচারণায় সরগম হয়ে উঠছে কেনাকাটা। পছন্দের পোশাকটি কিনতে তিব্র গরম উপেক্ষা করে কেনাকাটা করতে হুমড়ি খেয়ে পড়ছেন ক্রেতারা। দোকানিদের দম ফেলার সময়ও যেন নেই। কেবলমাএ পছন্দ হলেই হবে না, দরদামে বনলেই প্যাকেট করছেন বিক্রেতারা।

মার্কেটগুলোতে উপচেপড়া ভীড় দেখা গেলেও স্বাস্থ্যবিধি মানতে ও মুখে মাস্ক পরতে উদাসীন ক্রেতা-বিক্রেতারা।

রবিবার (১৭ এপ্রিল) সাটুরিয়া উপজেলার বিভিন্ন মার্কেটগুলোতে ঘুরে দেখা যায়, ক্রেতাদের পদচারণায় ও কেনা-বেচায় জমজমাট হয়ে ওঠেছে মার্কেটগুলো। ক্রেতাদের চাহিদা পূরনে বিক্রেতাদের পোশাখ সংগ্রহেরও কমতি নেই।

মার্কেট ঘুরে দেখা যায়, বাহারি কারুকাজ, হাতের নকশা, ব্লক, বিভিন্ন রংয়ের ছাপসহ নতুন পোশাকে সেজেছে বিপনী-বিতানগুলো। গরমকে প্রাধান্য দিয়ে ডিজাইনে আনা হয়েছে নতুনত্ব ও বেশীরভাগ পোশাখই রাখা হয়েছে সুতি কাপড়ে। ছেলে-মেয়ে, শিশুসকলের জন্যই রয়েছে সব ধরনের পোশাক।

সবকটি দোকানে রমরমা অবস্থা। বিক্রয়কর্মীরা বলেন, সকাল থেকেই কেনাকাটায় জন্য ভিড় করছে ক্রেতারা। তারা বলেন, প্রতিবছর রমজানের মাঝামাঝি সময়ে ঈদের কেনাকাটা শুরু হলেও এবার রোজার শুরুতেই মার্কেটে ক্রেতাদের ভিড় বেড়েছে।

পোশাকের পাশাপাশি ভিড় জমেছে জুতা এবং প্রসাধনীর দোকানগুলোতেও। এসব দোকানেও ব্যস্ত সময় পার করছেন বিক্রয় কর্মীরা।

পরিবারের জন্য পোশাক কিনতে আসা এলিজা শারমিন বলেন, কেবল পোশাক পছন্দ হলেইতো হবে না দামের সাথে পোশাখের সামঞ্জস্য থাকতে হবে। বিক্রেতারা পোশাকের যে দাম চাচ্ছে তাতে আমাদের দরদাম করতেই ভয় লাগে।

লুৎফর রহমান নামের আর একজন ক্রেতা একই কথা বল্লেন, টাকার সাথে পোশাকের দাম অনেক তফাৎ। পোশাকের দামের চেয়ে বিক্রেতারা চেয়ে বসে তিনগুন –চারগুন বেশী দাম।

সাটুরিয়া থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম বলেন, ঈদ বাজারকে নির্বিঘ্ন করতে সাটুরিয়া থানা প্রশাসন এর পক্ষ হতে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদ উপলক্ষে বাড়তি নিরাপত্তা দিতে পুলিশের টিম দায়িত্বপালন করছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads