• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

সারা দেশ

দৌলতপুরে যমুনায় যুবলীগ নেতার অবৈধ ড্রেজার বাণিজ্য

  • মানিকগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ এপ্রিল ২০২২

মানিকগঞ্জে যমুনা নদীতে স্থানীয় প্রশাসন ম্যানেজ করে অবৈধভাবে (বলগেট) ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে যুবলীগ নেতা শেখ বাচ্চু মিয়া বিরুদ্ধে। 

জানাগেছে, প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত (বলগেট) ড্রেজার দিয়ে শত শত বালুর জাহাজে বালু তোলা হচ্ছে। আর এসব বালু জাহাজের মাধ্যমে কাজিরহাট বিক্রি করে অবৈধ ভাবে মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছে যুবলীগ সভাপতি বাচ্চু সহ একটি সক্রিয় বালু খেকো মহল।

স্থানীয়রা জানান, বাঘুটিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ বাচ্চু মিয়া স্থানীয় জনপ্রতিনিধিদের কাছের মানুষ হওয়ায় যমুনার দুর্গম চরে দীর্ঘ দিন যাবত ড্রেজার বসিয়ে নদী থেকে অবৈধভাবে বালু বিক্রি করছে। এতে সরকার যেমন মোটা রাজস্ব হারাচ্ছে অপরদিকে যমুনার আশপাশের মানুষের বসত ভিটা হুমকিতে রয়েছে। এমনিতেই প্রতিবছর বন্যায় ভয়ংকর যমুনা শত শত নিরহ মানুষের ঘরবাড়ি গিলে খাচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, যমুনা নদীর চরে (বলগেট) ড্রেজার দিয়ে বালুর জাহাজে বালু তোলা হচ্ছে। সিরিয়াল অনুযায়ী একের পর একটা বালু জাহাজে বালু তোলা হচ্ছে। 

এবিষয়ে বাঘুটিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ বাচ্চু মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা কয়েক জন মিলে ড্রেজার চালাচ্ছি। তিনি এই প্রতিবেদককে এক ছাত্রলীগ নেতার সাথে যোগাযোগ করতে বলেন।

এ ব্যাপারে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরুল হাসান বলেন, ড্রেজার সম্পর্কে আমি অবগত নই। যদি কেউ অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু তুলে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। আমরা খুব শ্রীর্ঘই অভিযান চালিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এবিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ বলেন,বিষয়টি আমার জানা নেই, আমার কাছ থেকেই জানলাম। খুব দ্রুত ড্রেজারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads