• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪২৯

সারা দেশ

ফেনীতে চাকুসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেপ্তার

  • ফেনী প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ এপ্রিল ২০২২

ফেনী শহরের দাউদপুল এলাকায় অভিযান চালিয়ে ২টি চাকু উদ্ধারসহ ছিনতাইকালে কিশোর গ্যাংয়ের ২ সদস্য মোঃ ইসমাইল (২২) ও মোঃ রাব্বি গোলাম (১৮) কে গ্রেফতার করেছে র‌্যাব-৭ ফেনী ক্যাম্প।

আজ শনিবার (২৩ এপ্রিল) সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত মোঃ ইসমাইল ফেনী সদর উপজেলা আফতাব বিবির হাট আব্দুল মালেকের ছেলে ও মোঃ রাব্বি গোলাম বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার খাড়ইখালী গ্রামের মিজান শেখের ছেলে। 

র‌্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে খবর পায় কিশোর গ্যাংয়ের সদস্য ফেনী পৌরসভার ১ নং ওয়ার্ডস্থ তুলাবাড়িয়া রোডের দাউদপুল সুইমিং পুলের বিপরীত পার্শ্বে সালাম হোটেলের সামনে অস্ত্র নিয়ে দস্যুতা করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। গতকাল শুক্রবার বিকালে ঘটনাস্থলে গিয়ে র‌্যাব সদস্যরা ধাওয়া করে ২ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে দুইটি ফোল্ডিং চাকু উদ্ধার করা হয়। কিশোর গ্যাং সদস্যরা জিজ্ঞাসাবাদ তারা জানায়  কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য তারা পরস্পর যোগসাজসে ফেনী জেলার বিভিন্ন পথচারীদেরকে অস্ত্রের ভয় দেখিয়ে মূল্যবান মালামাল ছিনিয়ে নিয়ে আসতেছে বলে স্বীকার করে। 

গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads