• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
ফেনীতে বাসা-বাড়িতে তৈরি হচ্ছে ভেজাল ট্যাং বনফুল সেমাই

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

ফেনীতে বাসা-বাড়িতে তৈরি হচ্ছে ভেজাল ট্যাং বনফুল সেমাই

  • ফেনী প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ এপ্রিল ২০২২

ফেনীতে বাসা-বাড়িকে কারখানা বানিয়ে অবাধে তৈরি হচ্ছে রং ও কেমিক্যাল মিশ্রিত নকল ট্যাং ও নকল বনফুল সেমাই। খবর পেয়ে আজ রোববার দুপুরে কারখানায় অভিযান চালিয়েছে ভোক্তা সংরক্ষণ অধিকার অধিদপ্তর। অভিযানের খবর পেয়ে উক্ত প্রতিষ্ঠানের মালিক পালিয়ে গেলে প্রতিষ্ঠানটির তালা দিয়ে বন্ধ করে দেন ভোক্তা অধিকার অধিদপ্তর ফেনী সহকারী পরিচালক সোহেল চাকমা ।

ভোক্তা অধিকার অধিদপ্তর ফেনী সহকারী পরিচালক সোহেল চাকমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ইলাশপুর মৃত আখতার নবীর কলোনিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের খবর পেয়ে প্রতিষ্ঠানটির মালিক আলতাফ হোসেনের ছেলে আনোয়ার হোসেন পালিয়ে যায়। পরে  কারখানার তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে দেখতে পান আট কক্ষ বিশিষ্ট প্রতি কক্ষে অস্বাস্থ্যকর পরিবেশে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে হাজার হাজার কেজি নকল ট্যাংক ও নকল বনফুল সেমাই, কোটা, নকল লেভেল, ক্ষতিকর রঙ ও মিক্সার মেশিন। প্রতিষ্ঠানটির ক্যাশ মেমো বই তে এ ডি ফুড প্রোডাক্ট লিমিটেড উল্লেখ থাকলেও বিএসটিআই এর অনুমোদন নেই। 

ভোক্তা অধিকার অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক সোহেল চাকমা আরো জানান, প্রতিষ্ঠান কোনো সাইনবোর্ড নেই। নেই ট্রেড লাইসেন্স এবং কারখানার পরিবেশ। অরিজিনাল মনডিলিজ ইন্টারন্যাশনাল কোম্পানির নাম ও বনফুল কোম্পানির নাম লোগো  নকল করে তৈরি করা হচ্ছে ট্যাংক ও বনফুল সেমাই। যা দেখতে হুবহু হলেও ভেতরে রয়েছে সম্পূর্ণ নকল। 

এখানে বাজারের কাপড়ের রং ও ফ্লেভার ব্যবহৃত হয়েছে যার কোনো অনুমোদন নেই। 

তিনি জানান,  নকল ট্যাংগ এর কারখানায় এ ডি ফুড প্রোডাক্টস নোটিশ প্রদান করে মালিক আনোয়ার হোসেনকে প্রতিষ্ঠান কেন বন্ধ করা হবে না তা আগামী ৭ কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।কারখানার মালিককে না পাওয়ায় বাড়ির মালিক আবদুর রহিমকে নোটিশ প্রদান করা হয়। পরে পাঁচগাছিয়া বাজারের তানভীর সুপার শপ প্রতিষ্ঠান মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় তিন হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহায়তা করেন

মডেল থানার একটি পুলিশ টিম এবং নিরাপদ খাদ্য কর্মকর্তা আফিফা সিদ্দিকা ও নমুনা সংগ্রহকারী মো. রিদন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads