• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

শেষ হয়নি নির্মাণ কাজ, খুলছে উড়াল সেতু

  • মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ এপ্রিল ২০২২

আজ সোমবার খুলে দেয়া হচ্ছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই উড়াল সেতু। ঈদে ঘরমুখো মানুষের কথা চিন্তা করে কাজ শেষ হওয়ার আগেই যানবাহন চলাচলের উপযোগী করে বেলা ২টার দিকে সেতুটি খুলে দেয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে কাজ শেষ হওয়ার আগেই উড়াল সেতুটি খুলে দেওয়া হলেও সেতুর দুপাশের রেলিং ও দু লেনের মাঝখানে সড়ক বিভাজক না থাকায় দুর্ঘটনার শঙ্কা প্রকাশ করছেন গাড়ির চালক ও স্থানীয়রা।

বিপ্লব নামের এক ব্যক্তি বলেন, জনগণের কথা চিন্তা করে সেতুটি খুলে দেওয়া হলেও রয়েছে দুর্ঘটনা ও মৃত্যুর ঝুঁকি। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা।

এ ব্যাপারে আবদুল মোনেম লিঃ'র স্ট্রাকচার ইঞ্জিনিয়ার জাহিদ হাসানের সাথে কথা হলে তিনি জানান, আজই সেতুটি খুলে দেয়ার কথা রয়েছে। আমরা শেষ মুহুর্তের কাজ চালিয়ে যাচ্ছি। সেতুটি যানবাহন চলাচলের জন্য প্রস্তুত। তবে, রেলিং ও বিভাজকের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, সেতুর সম্পূর্ণ কাজ এখনো শেষ হয়নি, রেলিং ও সড়ক বিভাজকের কাজ কিছু অংশে বাকি আছে, তবে এতে কোনো ধরণের দুর্ঘটনা ঘটবেনা বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads