• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

মির্জাপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলো ১৮ পরিবার

  • মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ এপ্রিল ২০২২

মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ন-২ প্রকল্প’র আওতায় গৃহহীন ও ভূমিহীন পরিবারকে ৩য় পর্যায়ে টাঙ্গাইলের মির্জাপুরে ১৮ পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ঘর হস্তান্তর করা হয়েছে।

আজ মঙ্গলবার গণভবন থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনের পর বেলা ১২টার দিকে মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তন থেকে ১৮ পরিবারকে জমির দলিল ও ঘর হস্তান্তর করা হয়। ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় এম.পি খান আহমেদ শুভ।

এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের সভাপতি খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জ্বলসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads