• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪২৯

সারা দেশ

নওগাঁয় লিগ্যাল এইড দিবস পালন

  • নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ এপ্রিল ২০২২

বর্নাঢ্য আয়োজনে নওগাঁয় জাতীয় আইনগত সহায়াতা দিবস পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে আদালত চত্বরের সামনে ফেষ্টুন উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করা হয়। এরপর সেখান থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও বিজ্ঞ জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) এ.ডি.এম গোলাম রসুল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, জেলা লিগ্যাল কর্মকর্তা ও সহকারী জজ আইভীন আক্তার, আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট খোদাদাত খান পিটু প্রমূখ।

বক্তারা দিবসের গরুত্ব তুলে ধরে বলেন, লিগ্যাল এইড অফিসের মাধ্যমে অসহায় বিচার প্রার্থী মানুষকে বিনামূল্যে আইনী সেবা দিচ্ছে সরকার। এতে আদালতে মামলার জট কমছে বলে মন্তব্য করেন। কর্মসূচীতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads