• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
চাঁদপুরে অর্ধশতাধিক গ্রামে উদযাপিত হচ্ছে ঈদ

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

চাঁদপুরে অর্ধশতাধিক গ্রামে উদযাপিত হচ্ছে ঈদ

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ০২ মে ২০২২

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আজ  চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

আজ সোমবার সকাল ৯টায় হাজীগঞ্জের সাদ্রা হামিদিয়া সিনিয়র মাদ্রাসা মাঠে ঈদের নামাজের ইমামতি করেন পীরজাদা মাওলানা আরিফ চৌধুরী।৷

ফরিদগজ্ঞ টোরা মুন্সিরহাট বাজার জামে মসজিদে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা এ এস এম রহমত উল্লাহ। এদিকে চাঁদপুরের হাজীগঞ্জে সাদ্রায় একইগ্রামে একই স্থানে গতকালও ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।

আফগানিস্তান, নাইজার ও মালিতে চাঁদ দেখা যাওয়ায় চাঁদপুরের হাজীগঞ্জের বড়কুল পশ্চিম ইউনিয়নের সাদ্রা ও শমেসপুর গ্রামের কিছু অংশের মানুষ গতকাল রবিবার হাজীগঞ্জের সাদ্রা হামীদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মাঠে  পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন। একই স্থানে আজ আরেক অংশের ঈদের জামাত আজ অনুষ্ঠিত হয়েছে। 

এদিকে সাদ্রা মাদ্রাসার অধ্যক্ষ মরহুম মাওলানা আবু ইছহাক সাহেবের নাতি সাদ্রা দরবার শরীফের বর্তমান পীর মো. আরিফ চৌধুরী বলেন, আমরা গতকাল ঈদ করিনি। আমার চাচারা ঈদ উদযাপন করেছে। আমাদের কাছে তা গ্রহণযোগ্য মনে হচ্ছে না। আমরা আজ ঈদুল ফিতর উদযাপন করছি।

তিনি বলেন, প্রথম চাঁদ দেখার ভিত্তিতে আমরা মুসলিম বিশ্বের সঙ্গে মিল রেখে রোজা রাখি এবং ঈদ উদযাপন করি। সৌদী আরব ও মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে আজ পবিত্র ঈদ উদযাপন করছি।

এবারও বিশ্বের যেকোনো প্রান্তে চাঁদ দেখার ওপর নির্ভর করে আগাম ঈদ উদযাপনকারীদের মধ্যেই দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তাদের মধ্যে অনেকেই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads