• বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪২৯
সড়কে ভোগান্তি কমায় জনমনে স্বস্তি

ছবি: প্রতিনিধির পাঠানো

সারা দেশ

সড়কে ভোগান্তি কমায় জনমনে স্বস্তি

  • ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ০৯ মে ২০২২

সামান্য বৃষ্টি হলেই রাস্তায় হাঁটু পানি। হতো না পানি নিঃষ্কাশন। ছড়াতো দুর্গন্ধ। যাতায়াতে দেখা দিতো বিঘ্নতা। বিপাকে পড়তো যাতায়াতকারী শিক্ষার্থী, জরুরি সেবার গাড়ী ও স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিনের দাবিতে নির্মাণ করা হয় আরসিসি ঢালাইয়ের রাস্তা। চরম জনভোগান্তি থেকে মুক্তি মিলেছে টাঙ্গাইলের ধনবাড়ীবাসীর। গুরুত্ব রাস্তাটি পৌর শহরের ঈদগাঁ রোড।

সরেজমিনে গতকাল সোমবার গিয়ে দেখা গেছে, বাসস্ট্যান্ডের পূর্বদিকে ঈদগাঁ রোডটি পৌর শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ। পাঁচ থেকে ছয়টির স্কুল-কলেজের শিক্ষার্থীরা চলাচল করে। রয়েছে প্রাচীন ঐতিহ্যবাহী জমিদার বাড়ি, জামে মসজিদ, উপস্বাস্থ্য কেন্দ্র ও বেসরকারি ক্লিনিক। রাস্তার নিচ থেকে আরসিসি ঢালাইয়ে দুই ফুট উচু তৈরী করা হয়েছে। এখন দুপাশের ব্যবসায়ীদের বেচা-বিক্রি চলছে পুরোদমে।

পৌর সভা সূত্রে জানা গেছে, গত বছর ৩৯০ মিটারের রাস্তাটি আরসিসি ঢাইয়ে ব্যয় হয় প্রায় ৬৬ লাখ টাকা।

আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থী রোকসানা আক্তার ও রিয়া মণি বলেন, এখন এ রোডে যাতায়াতের জন্য কোন ভোগান্তি নেই। সকল যাতায়াতকারীরই স্বস্তিতে চলাচল করতে পারে। আগে সামান্য বৃষ্টিতেই হাটু পানি জমে যেত। এখন আমরা সঠিক সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারি।

স্থানীয় বাসিন্দা আবু বকল সিদ্দিক বলেন, ভোগান্তি থেকে মুক্তি মেলায় আমরা নতুন মেয়রকে ধন্যবাদ জানাই।

হোটেল ব্যবসায়ী নিজাম উদ্দিন বলেন, যেদিন বৃষ্টি হতো সেই দিন আর বেচা-বিক্রি করতে পারতাম না। সব খাবার নষ্ট হয়ে পঁচে যেতো। এখন প্রতিদিন ৮ থেকে ১০ হাজার টাকার বিক্রি হয়। মুদি দোকানদার সুজন বলেন, এ রাস্তার প্রাণ ফিরেছে। আমার আগের তুলনায় তিন গুণ বিক্রি হয়।

উন্নয়নের ব্যপারে জানতে চাইলে মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল বলেন, ‘জনগণ আমাকে ভালোবেসে ভোটে নির্বাচিত করেছে। আমার লক্ষ্যই- পৌরবাসীর অসুবিধা নিরসন করা। আমি তাদের সম্মান রক্ষা করতে চাই। এ নিয়েই কাজ করে যাচ্ছি। সবার সহযোগিতা কামনা করি।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads