• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
বগুড়ায় ট্রেন আটকে বিক্ষোভ

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

রেলের সহকারী প্রকৌশলীর উপর হামলা

বগুড়ায় ট্রেন আটকে বিক্ষোভ

  • বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ মে ২০২২

বোনারপাড়ায় রেলওয়ে বগুড়ার সহকারী প্রকৌশলী সাইদুর রহমানের উপর সন্ত্রাসী হামলা ও মারপিটের ঘটনায় বগুড়ায় ট্রেন আটকিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ রেলওয়ে বগুড়ার সকল কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা থেকে ওই কর্মকর্তা-কর্মচারীরা বগুড়া রেলষ্টেশনে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করছিল। বেলা ১টা ২৭ মিনিটে লালমনিরহাট থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস ট্রেন বগুড়ায় পৌছলে ওই কর্মকর্তা-কর্মচারীরা ট্রেনটি আটকিয়ে ট্রেন লাইনের উপর শুয়ে পড়ে। তারা ট্রেনটি নির্ধারিত সময় ৩ মিনিটের চেয়ে ১৩ মিনিট অতিরিক্ত সময় আটকে রাখে। এসময় ওই ট্রেনে আসা লালমনিরহাটের ডিভিশনাল ম্যানেজার শাহসুফি নুর মোহাম্মাদ বিক্ষুদ্ধ কর্মকর্তা কর্মচারীদের বিচার দেওয়ার আশ^াস দিলে তারা ট্রেনটি ছেড়ে দেয়। পরে ১টা ৪২ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে বগুড়া ছেড়ে যায়।

উল্লেখ্য, বোনারপাড়া রেল ষ্টেশনে প্রাচীর নির্মাণ কাজ চলছে। এই কাজ পরির্শন ও তদারকির জন্য বগুড়া রেল ষ্টেশনের সহকারী প্রকৌশলী সাইদুর রহমান সেখানে যান। এ সময় বোনারপাড়া ইউপি চেয়ারম্যান একটি গেট নির্মাণের দাবি জানান। কিন্তু সহকারী প্রকৌশলী বলেন, নক্সায় গেট নেই, তাই এখানে গেট নির্মাণ করা সম্ভব নয়। এনিয়ে বাকবিতান্ডার এক পর্যায়ে সাইদুর রহমানের উপর হামলা চালিয়ে মারপিট করা হয়। এ ঘটনার প্রতিবাদে আজ বগুড়ায় রেলওয়ে ইঞ্জিনিয়ানিং বিভাগের ওয়েম্যান ও হ্যামারম্যানসহ কর্মকর্তারা রেলষ্টেশনের অবস্থান নিয়ে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ করে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads