• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯
শেয়াল মারার ফাঁদে প্রাণ গেল শিশুর

প্রতীকী ছবি

সারা দেশ

শেয়াল মারার ফাঁদে প্রাণ গেল শিশুর

  • তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ মে ২০২২

মুরগি বাঁচাতে খামারে বৈদ্যুতিক ফাঁদ ফেতে রেখেছিলেন খামারী। সেই ফাঁদে বিদ্যুতায়িত হয়ে সাত বছরের এক শিশু মারা গেছে। শিশুটির নাম জান্নাতি। তার পিতার নাম জিল্লুর রহমান। খামারী আবু তালেব ও জিল্লুর রহমানের বাড়ি সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের তালম গ্রামের শিব পাড়াতে।

ৱস্থানীয় সূত্রে জানা গেছে, ব্রয়লার মুরগির খামারের চার পাশে জেআই তার দিয়ে তাতে বিদ্যুৎ দিয়ে রাখা হয়েছিল শেয়াল মারার জন্য। (২৯ মে) রবিবার ভোর রাতের দিকে শিশু জান্নাতি সেখানে আম কুড়াতে যায়। পরে জেইআই তারে বিদ্যুতায়িত হয়ে মারা যায়।

তালম ৮ নাম্বার ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য তালেব হোসেন বলেন, খামারী আবু তালেব আমাকে সকালে মুঠো ফোনে বলেন, “তার মুরগির খামারের শেয়াল মারা ফাঁদে শিশু মারা গেছে। এরপর তাকে খামারের পাশের একটি পরিত্যক্ত জায়গাতে আবর্জনা দিয়ে ঢেকে রেখেছেন। ”

এ প্রসঙ্গে তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads