• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
আখাউড়ায় এক ক্লিনিক সিলগালা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

আখাউড়ায় এক ক্লিনিক সিলগালা

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ মে ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অনিবন্ধিত বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক বন্ধ করতে অভিযান পরিচালনা করছেন স্বাস্থ্য বিভাগ। রোববার বিকেল উপজেলার বিভিন্ন এলাকায় অনিবন্ধিত বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক বন্ধ করতে অভিযান পরিচালনা করা হয়েছে।

এ সময় বৈধ কাগজপত্র ও লাইসেন্স না থাকায় আখাউড়া চক্ষু চিকিৎসা কেন্দ্র নামে এক ক্লিনিকের কার্যক্রম বন্ধ করে সিলগালা করে দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হিমেল খান। এসময় থানা পুলিশ সার্বিকভাবে অভিযান কার্যক্রমে সহায়তা করেন।

উপজেলা স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা যায়, পৌর শহর ও উপজেলার বিভিন্ন স্থানে ১৭টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এর মধ্যে পৌর শহরে ১২টি ও উপজেলায় ৫টি রয়েছে। ১টির বৈধ কোন কাগজপত্র ও লাইসেন্স না থাকায় সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হিমেল খান বলেন, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক সুপারভিশন ও মনিটরিংয়ের বিষয়ে ২৫ মে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভার কার্যবিবরণী মোতাবেক পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে দেশের অনিবন্ধিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করার সিদ্ধান্ত গৃহীত হয়। এই পরিপ্রেক্ষিতে আখাউড়ায় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। তিনি আরো বলেন লাইসেন্স না থাকায় পৌর শহরে ১টি ক্লিনিক সেন্টারকে সিলগালা করা হয়েছে। সরকারি নির্দেশনা মোতাবেক আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads