• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
আখাউড়ায় রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

আখাউড়ায় রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ মে ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অভিযান পরিচালনা করে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবার সকালে আজমপুর রেলওয়ে স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় রেলওয়ে সম্পত্তিতে অবৈধভাবে গড়ে উঠা দোকানপাটসহ ২০টি স্থাপনা উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রেলওয়ে ঢাকা ডিভিশনাল এস্টেট অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ। এসময় রেলওয়ে পুলিশ, নিরাপত্তা বাহিনী, রেলওয়ের উর্দ্ধতন কর্মকর্তা কর্মচারীসহ সংশ্লিষ্ট রেলওয়ের লোকজন উচ্ছেদ অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

খোঁজ নিয়ে জানা যায়, আখাউড়া-সিলেট রেলপথের আজমপুর রেলওয়ে স্টেশন এলাকায় দীর্ঘ দিন ধরে এক শ্রেণির লোক অবৈধভাবে জায়গা দখল করে দোকান পাট করে আসছেন।

রেলওয়ের সংশ্লিষ্ট লোকজন তাদেরকে অনেকবার এই জায়গা ছেড়ে দিতে বলা হলেও তারা তা কর্ণপাত করেনি। অবশেষে উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।

রেলওয়ের ডিভিশনাল এস্টেট অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ বলেন, আজমপুর রেলওয়ে স্টেশন এলাকায় রাস্তার দুপাশে অবৈধভাবে অনেক দোকান পাট গড়ে উঠেছিল। এতে করে রেলওয়ের অনেক জায়গা বেদখল হয়ে যাওয়া ছাড়া ও পরিবেশ নষ্ট হচ্ছিল। অভিযানে পাকা, আধা পাকা,দোকানপাটসহ ২০টি স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয় । উদ্ধার করা হয়েছে প্রায় ৫০ শতক জায়গা । তিনি আরো বলেন এটি আমাদের নিয়মিত অভিযান। অবৈধ স্থাপনা উচ্ছেদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads