• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
মানিকগঞ্জে 'ফেন্সিডিল কারবারি' আটক

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

মানিকগঞ্জে 'ফেন্সিডিল কারবারি' আটক

  • মানিকগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ৩১ মে ২০২২

মানিকগঞ্জের আরিচা থেকে ৯৯ বোতল ফেন্সিডিলসহ এক কারবারিকে আটক করেছে র‌্যাব। আজ মঙ্গলবার দুপুরে শিবালয় উপজেলার আরিচা ৩ নম্বর ঘাট থেকে ওই ফেন্সিডিল কারবারিকে আটক করা হয়। আটক ব্যক্তি হলেন কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাংলা বাজার এলাকার মোঃ রসুল মিয়ার ছেলে মোঃ মুনসুর আলম।

র‌্যাব ৪ এর মানিকগঞ্জ অঞ্চলের কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন বলেন, আটক আসামি পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি কুষ্টিয়ার সীমান্ত এলাকায় অবস্থান করে দীর্ঘদিন ধরে বাংলাদেশের বাইরে থেকে অবৈধ পথে নিষিদ্ধ ফেন্সিডিল আমদানি করতো। পরে দেশের বিভিন্ন এলাকায় নিজের মোটরসাইকেল ব্যবহার করে তার পাইকারদের নিকট পৌঁছে দিত। এসব তথ্যে আমাদের একটি গোয়েন্দা দল তাকে আটক করতে তৎপর হয়। পরে আজকে দুপুরে আরিচা ঘাট এলাকা থেকে ৯৯ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৯৯ বোতল ফেন্সিডিল একটি মোটরসাইকেল এক হাজার ৪০ টাকা এবং ফেন্সিডিল বহন করার ১টি ব্যাগ উদ্ধার করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে শিবালয় থানায় একটি নিয়মিত মামলা দায়ের করার প্রস্তুতি চলমান আছে বলেও জানায় র‍্যাবের এ কর্মকর্তা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads