• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯
কেরানীগঞ্জে ড্রাম ড্রেজার দিয়ে আবাসন ও কৃষি জমির মাটি কাটার অভিযোগ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কেরানীগঞ্জে ড্রাম ড্রেজার দিয়ে আবাসন ও কৃষি জমির মাটি কাটার অভিযোগ

  • কেরানীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ০২ জুন ২০২২

ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জে ড্রাম ড্রেজার দিয়ে বাংলাদেশ ডেভেলপমেন্ট কোম্পানি (বিডিসি) লিঃ ও সাধারণ কৃষকের কৃষি জমির মাটি কেটে নেয়ার অভিযোগে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ বাংলাদেশ ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড ও এলাকার ভুক্তভোগী কৃষক গ্রামবাসী।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকার আবদুল্লাহপুর কাজিরগাও মৌজায় কলমিরচর এলাকায় ড্রাম ড্রেজার দিয়ে মাটি কাটতে দেখা যায়।

এলাকাবাসীর দাবি, একটি কুচক্রি মহল নিজেরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য ১৫/২০ ফুট নীচ থেকে ড্রাম ড্রেজার দিয়ে মাটি কেটে ট্রাক দিয়ে বিক্রি করছে। এর ফলে যে কোনো সময় বড় ধরনের ভূমিকম্প বা ভূমি ধষের ঘটনা ঘটতে পারে। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যা তা করছে। রাজনৈতিক ছত্রছায়া থাকার ফলে এদের বিরুদ্ধে মুখ খুলছে না কেউই।

হেলাল উদ্দীন নামে এক ভুক্তভোগী জানান, তারা যেভাবে মাটি কেটে নিচ্ছে ওপর থেকে বোঝার উপায় নেই, নীচ থেকে মাটি নিচ্ছে। ১৫/২০ ফিট নীচ থেকে মোটা পাইপ দিয়ে ড্রাম ড্রেজারের মাধ্যমে মাটি কেটে ট্রাক দিয়ে মাটি নিয়ে যাচ্ছে। আমরা তাদের অনুরোধ করলে তারা কোনোভাবে শোনে না । কে মাটি নিচ্ছে এমন প্রশ্ন করলে হেলাল ভয়ে মুখ খুলছে না। মাটি খেকে দস্যুরা প্রভাবশালী হওয়ায় ভয়ে নাম বলতে অনিহা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড ও এলাকার কৃষকরা ড্রাম ড্রেজার দিয়ে মাটি কাটা বন্ধের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads