• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
আখাউড়ায় ছাত্রলীগের আহবায়ক কমিটি গঠন

সংগৃহীত ছবি

সারা দেশ

আখাউড়ায় ছাত্রলীগের আহবায়ক কমিটি গঠন

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ০৬ জুন ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার আখউড়ায় ইউনিয়ন ছাত্রীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে উপজেলার ৪টি ইউনিয়ন একটি পৌরসভা ও কলেজ শাখা রয়েছে। রোববার রাতে আখাউড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহাবউদ্দিন বেগ শাপলু ও সাধারণ সম্পাদক মো: শাখাওয়াত হোসেন নয়নের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩ মাসের জন্য ইউনিয়ন ,পৌরসভা ও কলেজ শাখার আহবায়ক কমিটির এ অনুমতি দেওয়া হয়। ছাত্রলীগের ইউনিয়ন কমিটির অনুমোদন দেওয়ায় সংগঠনের তৃনমুল নেতাকর্মীরা খুবই খুশি।

এদিকে উত্তর ইউনিয়নে মোস্তাক ভূইয়া শাওনকে আহবায়ক ও মেরাজুল ইসলাম শান্তকে যুগ্ম আহবায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট, দক্ষিণ ইউনিয়নে নাঈম হাসান নীরকে আহবায়ক ও হাসান মাহমুদ পাভেজকে যুগ্ম আহবায়ক করে ২৫ সদস্য বিশিষ্ট, মনিয়ন্দ ইউনিয়নে মশিউর রহমান রিমনকে আহবায়ক ও তানভীর আহম্মেদ কে যুগ্ম আহবায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট, ধরখান ইউনিয়নে সাফায়েত রবিনকে আহবায়ক ও রবিন চৌধুরী যুগ্ম আহবায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট, পৌর শাখায় নাইমুর রহমান রনিকে আহবায়ক ও সাহাদাত হোসেন যুগ্ম আহবায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট ও শহীদ স্মৃতি কলেজ শাখায় আবু বক্কর আজমাইনকে আহবায়ক ও রিফাত চৌধুরীকে যুগ্ম আহবায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

নব গঠিত দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক হাসান মাহমুদ পারভেজ বলেন, গত প্রায় ৩ বছর ধরে এ ইউনিয়নে ছাত্রলীগের কমিটি ছিল না। অবশেষে দক্ষ ও যোগ্য নেতাদের সমন্বয়ে ছাত্রলীগের কমিটি দেওয়ায় তিনি খুবই খুশি। তিনি আরো বলেন, ছাত্রলীগ একটি সুসংগঠিত সংগঠন। এ দলটি সব সময় সকল অপশক্তির বিরুদ্ধে মাঠে নেমে কাজ করছে। এই কমিটির মধ্যদিয়ে সংগঠন আরো শক্তিশালি ও গতিশীল হবে বলে জানায়।

ইউনিয়নে নতুন আহবায়ক কমিটির অনুমোদন দেওয়ায় তিনি উপজেলা ছাত্রলীগ ও জেলা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবউদ্দিন বেগ শাপলু বলেন দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীল ও বেগবান করার লক্ষে ৯০ দিনের জন্য ইউনিয়ন, পৌরসভা ও কলেজ শাখার আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে বলে জানায়। এই কমিটির মধ্যদিয়ে তৃণমুল পর্যায়ে সংগঠনটি আরো শক্তিশালি হবে বলে জানায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads