• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
আখাউড়ায় আগুনে পুড়লো প্রবাসীর বসতঘর

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

আখাউড়ায় আগুনে পুড়লো প্রবাসীর বসতঘর

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ১২ জুন ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রবাসীর দুই বসত ভিটা পুড়ে ছাই হয়ে গেছে । রোববার ভোর ৪টায় উপজেলার মোগড়া ইউনিয়নের টানুয়াপাড়া গ্রামে প্রবাসী আব্দুল হাই ও কাউছার মিয়ার বসত ভিটায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে নগদ টাকা, টিভি, ফিজ, আসবাবপত্র, বিমান টিকেট, মোবাইল ফোন, ঘরে থাকা অন্যান্য মালামাল পুড়ে অন্তত ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের একটি দল এসে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রবাসী আব্দুল হাই বলেন, ভোর ৪টার দিকে তার এক ছেলে ঘরের মধ্যে আগুন দেখতে পেয়ে আমাকে ডাক দেন। এরপর আমি ঘুম থেকে উঠে আগুন দেখতে পেয়ে আত্মচিৎকার শুরু করি। এক পর্যায়ে ঘরে লোকদেরকে বের করা নিজেরা রক্ষা পান বলে জানায়। মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে দুটি ঘরের আসবাবপত্র বিমান টিকেট, টিভি, ফ্রিজ, নগদ টাকা,মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল পুড়ে যায়। এই অগ্নিকাণ্ডে তাদের অন্তত ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরো বলেন, আমার সব কিছু পুড়ে শেষ হয়ে গেছে। আমরা যে এখন বসে কিছু খাব তাও নেই। অগ্নিকাণ্ডে ঘর, আসবাবপত্র মালামাল পুড়ে আমাদের সব শেষ করে দিয়েছে। এখন ছেলে মেয়ে পরিবার নিয়ে কী করব কোথাই থাকব বুঝতে পারছিনা।

প্রবাসী কাউছার মিয়া বলেন, আগুনে সব কিছু শেষ করে দিয়েছে। আমাদের আর কিছুই রইল না। কি খাব, কোথাই থাকব বুঝতে পারছি না।

উপজেলার মোগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল মতিন সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন লোকমুখে আগুনে পুড়ে যাওয়ার খবর পেয়ে সকালে তাদের বাড়িতে যাওয়া হয়। আগুনে দুটি বসত ভিটাসহ মুূল্যবান জিনিসপত্র পুড়ে গিয়ে তাদের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।

আখাউড়া ফায়ার সার্ভিস কর্মকর্তা লিডার কবির আহমেদ ভূইয়া বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে দ্রুত ছুটে এসে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads