• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
নির্যাতনের শিকার হয়েও ছেলের বিরুদ্ধে অভিযোগ নেই মায়ের

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

নির্যাতনের শিকার হয়েও ছেলের বিরুদ্ধে অভিযোগ নেই মায়ের

  • ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ জুন ২০২২

ভোলার বোরহানউদ্দিনে গর্ভধারিনী মাকে মারধর করে ঘর থেকে বের করে দিয়েছে ছেলে। গত ১১ জুন নির্যাতনের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। ভিডিওতে দেখা যায়, উপজেলায় সাচড়া ইউনিয়নের বাথান বাড়ী গ্রামে ৭৫ বছরের বৃদ্ধ মা বিবি রহিমাকে মারধর করে ঘর থেকে বের করে দিয়েছে তারই ছেলে ফজলু চৌকিদার। ঘটনার সূত্র ধরে রোববার বিকেলে পুলিশ ওই বাড়িতে গেলে, ছেলের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলে সাফ জানিয়ে দেন বৃদ্ধ ওই মা।

তথ্য সূত্রে জানা গেছে, গত ৪ জুন উপজেলার সাচড়া ইউনিয়নের বাথান বাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার ৬ দিন পর গত ১০ জুন সন্ধ্যায় নির্যাতনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এই ঘটনার ভিডিও ধারণ করেন পাশের ঘরের কামাল নামে এক যুবক। এবং ইমরুল হাসান নামে এক ব্যাক্তির ফেসবুক আইডি থেকে ভিডিওটি আপলোড করা হয়। ভিডিও দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা জানায় সকলে। একই সাথে তারা ওই ছেলের বিচার দাবি করেন।

ওই এলাকার মোহাম্মাদ আলী ও ফাতেমা বেগমসহ বৃদ্ধা বিবি রহিমার একাধিক প্রতিবেশী জানায়, গত ৪ জুন সকালে রহিমার একমাত্র ছেলে ফজলুর স্ত্রীর সাথে তাঁর ঝগড়া হয়। এর জেরে তাঁর ছেলে তাকে ঘর থেকে মারধর করতে করতে বাড়ীর উঠানে নিয়ে আসে। এবং গলায় ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। উঠে দাঁড়ালে পূনরায় গলা ধাক্কা দিতে দিতে বাড়ী থেকে বের করে দেয়।

প্রতিবেশীরা আরো জানায়, প্রায় সময়ই তার ছেলে তাকে এভাবে মারধর করেন। প্রতিবেশীরা প্রতিবাদ করলে তাদের সাথে ঝগড়ায় লিপ্ত হয় ফজলু। এমনকি প্রতিবেশীদের মামলার হুমকি দেয় সে।

এদিকে নির্যাতনের ভিডিওটি প্রশাসনের নজরে আসলে গত শনিবার সকালে ঘটনাটি জানার জন্য ওই বাড়ীতে বোরহানউদ্দিন থানার দুই পুলিশ সদস্য যায়। এসময় ঘটনার কথা স্বীকার করে বৃদ্ধা রহিমা বলেন, ‘ও আমার একমাত্র ছেলে। ওর বাবা ৭ বছর পূর্বে মারা গেছে। আমি ছেলের টা খেয়েই বেঁচে আছি। সে আমাকে মারছে, আবার পায়ে ধরে ক্ষমা চেয়ে নিছে। তাঁর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই’ ।

এদিকে ঘটনার পর বৃদ্ধার ছেলে ফজলু তার কর্মস্থল ঢাকায় চলে যাওয়ায় তাকে পাওয়া যায়নি।

ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জাহিদুল হাসান জামাল বলেন, ‘ফজলু চৌকিদার আগে থেকেই এমন বেপরোয়া। আমি মেম্বার থাকা অবস্থায় আরো কয়েকবার এমন ঘটনার বিচার করেছি’।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জানান, ওই বৃদ্ধার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। বৃদ্ধার কোনো অভিযোগ না থাকায় তার ছেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয় যায়নি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads