• সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪২৯
ধামরাইয়ে ২০ কোটি টাকার সরকারি জমি উদ্ধার 

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ধামরাইয়ে ২০ কোটি টাকার সরকারি জমি উদ্ধার 

  • ধামরাই (ঢাকা) প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ জুন ২০২২

ঢাকার ধামরাইয়ে প্রভাবশালীদের দখলে থাকা তিনটি মৌজায় প্রায় ২০ কোটি টাকার মূল্যের  ১ খাস খতিয়ানভূক্ত প্রায়  ১০ একর সরকারি সম্পত্তি (ভূমি) উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

জানা গেছে, উপজেলার ধামরাই ইউনিয়নের কায়েৎপাড়া ৫ একর ও সৌরিভাগ মৌজায় প্রায় ৩  একর এবং সূয়াপুর ইউনিয়নের সূয়াপুর মৌজায় প্রায় সোয়া একর সরকারি খাস খতিয়ানভূক্ত জমি দীর্ঘদিন ধরে কতিপয় প্রভাবশালী স্থানীয় ব্যক্তিরা ক্ষমতার দাপট দেখিয়ে সরকারি জমি দখল করে রেখে ছিল। ওই সম্পত্তি মূল্য প্রায় ২০ কোটি টাকা হবে বলে জানা গেছে।

সরকারি সম্পত্তি অবৈধভাবে অন্যের দখলে থাকার বিষয়টি স্থানীয় প্রশাসনের উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকীর নজরে আসলে সহকারী কমিশনার (ভূমি)  ফারজানা আক্তার, সার্ভেয়ার শফিকুল ইসলাম, সার্ভেয়ার শহিদুল ইসলাম ও স্থানীয় ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাদের নিয়ে সরেজমিনে পরিদর্শন করেন। পরে উক্ত সরকারি জমি মেপে সরকারি দখলে নিয়ে নেন। এসব উদ্ধারকৃত জমিতে অতি দরিদ্রদের জন্য আশ্রয় প্রকল্প করা হবে বলে জানা গেছে। 

এর আগেও দেপাশাই ভালুমসহ কয়েকটি জায়গায় অন্যের দখলে থাকা শতশত শতাংশ খাস খতিয়ান ভূক্ত সরকারি ভূমি উদ্বার করে সেখানে অতি দরিদ্রদের জন্য  আশ্রয় প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, প্রভাবশালীদের দখলে থাকা সরকারি ভূমি উদ্ধার করা হয়েছে। ঔই জমিতে হতদরিদ্র মানুষের জন্য আশ্রয়ণ প্রকল্প তৈরি করে দেওয়া হবে। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads