• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
বাংলাদেশে ৪ বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ভারতীয় নাগরিক

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

বাংলাদেশে ৪ বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ভারতীয় নাগরিক

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ জুন ২০২২

বাংলাদেশে দীর্ঘ ৪ বছর কারাভোগ শেষে অবশেষে মুক্তি পেয়ে দেশে ফিরে গেলেন দিলীপ সরকার নামে এক ভারতীয় নাগরিক। বুধবার আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ত্রিপুরা পুলিশের কাছে তাকে হস্তান্তর করে কারা কর্তৃপক্ষ ও জেলা পুলিশ।

হস্তান্তরকালে দিলীপ সরকারের বাবা জগদীশ সরকার এবং মা সোমা সরকার দীর্ঘ চার বছর পর ছেলেকে পেয়ে জড়িয়ে ধরে এসময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

দীলিপ সরকার ত্রিপুরা রাজ্যের যুগ্মনগর আড়ালিয়ার জগদীশ সরকারের ছেলে। তিনি  ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলার মাধবপুর সীমান্ত ও ত্রিপুরার বর্ম কুন্ডু সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করে। পরে বৈধ কোনো কাগজপত্র না থাকায় বিজিবি জওয়ানরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ মামলা দিয়ে আদালতে হাজির করলে আদালত তাকে সাজা দিয়ে কারাগারে পাঠায়। দীর্ঘ কারাভোগের পর  সে ব্রাহ্মণবাড়িয়ার কারাগার থেকে মুক্তি পায়। দুই দেশের সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যমে তাকে দেশে ফেরত পাঠানো হয়।

হস্তান্তরকালে আখাউড়া চেকপোষ্টে উপস্থিত ছিলেন ত্রিপুরা পশ্চিম থানার সহকারি উপ-পরিদর্শক সিদ্ধার্থ দেব, বিএসএফ, তার পরিবারের সদস্যরা। বাংলাদেশের পক্ষে আখাউড়া থানার উপ পরিদর্শক মঈন উদ্দিন, ইমিগ্রেশন পুলিশ ইনচার্জ মোঃ মোরশেদ আলম, জেলা পুলিশ লাইনের এসআই নজরুল ইসলাম, কারারক্ষী আনোয়ার হোসেন প্রমুখ।

আখাউড়া ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মোরশেদ আলম বলেন, দুই দেশের উচ্চ পর্যায়ে যোগাযোগ করে মুক্তিপ্রাপ্ত ওই ভারতীয় নাগরিকে  ত্রিপুরা পুলিশের মাধ্যমে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads