• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
অফিসের তালিকায় বন্ধ, তবু চলছে হাসপাতাল

ছবি: প্রতিনিধির পাঠানো

সারা দেশ

অফিসের তালিকায় বন্ধ, তবু চলছে হাসপাতাল

  • নুরুজ্জামান, মানিকগঞ্জ
  • প্রকাশিত ১৬ জুন ২০২২

আদালতের নির্দেশ অমান্য করে রেজিস্ট্রেশন ছাড়াই হাসপাতাল কার্যক্রম চালাচ্ছে জনতা নাসিং হোম নামের এক প্রতিষ্ঠান। অথচ এই প্রতিষ্ঠানের বিরুদ্বে ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মানিকগঞ্জ সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা যায়, জনতা নাসিং হোমের প্রয়োজনীয় কাগজপত্র না থাকার ফলে হাসপাতালটি সকল কার্যক্রম বন্ধ রাখা হয়। বর্তমানে হাসপাতালের নামের তালিকা নেই সিভিল সার্জন কার্যালয়ে। হাসপাতালটি বন্ধ রয়েছে এমন তথ্য পাঠানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরে। এমন অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কিছু অসৎ কর্মকর্তাদের ম্যানেজ করে কোন নিয়মনীতির তোয়াক্কা না করেই চালানো হচ্ছে হাসপাতাল কার্যক্রম।

আজ বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে জনতা নাসিং হোমে গিয়ে দেখা যায়, আদালতের নির্দেশ অমান্য করে রোগীদের অপারেশন এবং পরীক্ষা নিরিক্ষার করা হচ্ছে। হাসপাতালের পরিচালক অবিনাশ নিজেই ল্যাবে বসে পরীক্ষা নিরিক্ষা করছে।

হাসপাতালের কর্মরত নার্স ঝর্না সরকার বলেন, আমাদের ক্লিনিকে রোগী আসলে ডাক্তার কনক প্রভা আদিত্য ম্যাডামকে ফোন দিলে তিনি এসে রোগী দেখে যায়।

জনতা নাসিং হোমের পরিচালক অবিনাশ বলেন, আমরা ক্লিনিকের কাগজপত্র ঠিক করতে দিয়েছি। এখন অপারেশন করা হয় না হাসপাতালে। বর্তমানে শুধু পরীক্ষা করা হয়।

এ ব্যাপারে মানিকগঞ্জ সিভিল সার্জন ডা: মোয়াজ্জেম আলী খান চৌধরী বলেন, প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কোন ভাবেই হাসপাতাল বা ক্লিনিকের কার্যক্রম চালানো যাবে না । যদি জনতা নাসিং হোমের কাগজপত্র না থেকে থাকে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। আমি এখনই খোজ নিচ্ছি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads