• বৃহস্পতিবার, ৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪২৯
বাসের ধাক্কায় উল্টে গেল প্রিজন ভ্যান, আহত ৩

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

বাসের ধাক্কায় উল্টে গেল প্রিজন ভ্যান, আহত ৩

  • কেরানীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ জুন ২০২২

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে পুলিশের প্রিজনভ্যানের পেছনে শরীয়তপুর পদ্মা ট্রাভেলসের একটি বাস ধাক্কা দেয়ায় ভ্যান উল্টে গেছে। এ ঘটনায় পুলিশের তিন সদস্যসহ মোট পাঁচজন আহত হয়েছেন। আজ শনিবার সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের আব্দুল্লাহপুর কদমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- এসআই বোরহান, মজিবুর ও আমিনুল। এসআই বোরহান গাড়িটি চালাচ্ছিলেন।

প্রিজন ভ্যানকে ধাক্কা দেওয়া বাসের হেলপার ও ড্রাইভার আহত অবস্থায় পালিয়ে যায়। যে কারণে তাদের নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় বাসটিকে জব্দ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে আসামি নিয়ে গাজীপুরের কাশিমপুর কারাগারে যাচ্ছিল ঢাকা জেলা পুলিশের একটি প্রিজন ভ্যান। সকালে সেটি জেলা পুলিশ লাইনস মিলব্যারাক থেকে রওনা দেয়।

পথে দক্ষিণ কেরানীগঞ্জ থানার রাজেন্দ্রপুর কেন্দ্রীয় কারাগারের প্রধান গেটের পশ্চিম পাশে ঢাকা-মাওয়া মহাসড়কের ওপর ইউ টার্ন করছিল। এ সময় পিছন থেকে পদ্মা ট্রাভেলসের শরীয়তপুর পরিবহন নামক একটি বাস (ঢাকা মেট্রো ব ১৪-২০০৭) প্রিজন ভ্যানটিকে পিছন থেকে ধাক্কা দেয়। ধাক্কায় প্রিজন ভ্যানটি ঢাকা মহাসড়কের ওপর উল্টে যায়।

বাসটির সামনের অংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাসের হেলপার ও ড্রাইভার সামান্য আহত হলেও বাসে থাকা যাত্রীরা সবাই অক্ষত রয়েছে।

দক্ষিণ কেরাণীগঞ্জে থারার অফিসার ইনচার্জ মো. শাহ জামান, ঢাকা জেলা টিআই পিযুষ ঘটনা স্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে দক্ষিণ কেরাণীগঞ্জে থানার অফিসার ইনচার্জ শাহ জামান জানান পুলিশের মিলব্যারেক ঢাকা জেলার পুলিশের প্রিজন ভ্যানটি দিয়ে উদ্ধার কার হয়েছে। বাসটি আটক করা হয়েছে তদন্ত সাপেক্ষে মামলা নেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads